ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:১২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(পবিপ্রবিসাস)  নব নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে এ দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি সাংবাদিক সমাতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল বাশার  খানের সভাপতিত্বে 

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া, পবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাহিদ হাসান এবং পবিপ্রবি সাংবাদিক সমাতির উপদেষ্টাগণ।

অনুষ্ঠানের শুরুতে পবিপ্রবি সাংবাদিক সমাতির সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান তার বক্তব্য বলেন- 'আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে এ সংগঠনের মঙ্গল হয়। আমি কতটুকু পেরেছি জানিনা তবে নবাগতদের মাঝে আমি বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তোমরা সৎ ও নিরপেক্ষ ভাবে কাজ করে যাও তোমরা পবিপ্রবি সাংবাদিক সমিতিকে অনেক দূর নিয়ে যেতে পারবে।'

এরপরই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শাহিন বিগত অর্থবছরের সকল কার্যক্রম তুলে ধরেন এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তীতে নির্বাচিত কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয় একইসাথে কার্যকরী পরিষদ এবং নবীনদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন "পবিপ্রবি সাংবাদিক সমাতি প্রতিষ্ঠিত করার জন্য যারা পরিশ্রম করেছে সকলেই প্রশংসার দাবিদার। ব্যক্তি স্বার্থকে প্রশ্রয় না দিয়ে সাংবাদিকতার মতো এ মহান পেশার দায়িত্ব সকলে যথাযথ ভাবে পালন করবে সেটিই আমার প্রত্যাশা।"

এসময় তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে চলমান র‍্যাগিং সমস্যার সমাধানে সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান। উপাচার্যের বক্তব্য শেষে প্রধান অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবুল বাশার খান অয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নুর মোহাম্মদ শাহিন এবং সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসেন নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি