ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

গাজীপুরের ৫টি আসনে ৪১ জনের প্রার্থীতা বৈধ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:৫৭

গাজীপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪১ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঋণ খেলাপির কারণে ২ জন এবং পৌর কর খেলাপির কারণে ১ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

গতকাল রোববার ও সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র  রবিবার ও সোমবার যাচাই-বাছাই করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই করেন। 

এসময় গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, সহাকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, বিভিন্ন ব্যাংক, আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র আরও জানায়, বাছাইকালে ঋণ খেলাপি থাকার কারণে গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দীন ও দ্বিতীয় দিনে গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে, গাজীপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দীনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এছাড়া গাজীপুর-৫ আসনে পৌর কর খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

দুইদিনের বাছাইয়ের ফলাফল: গাজীপুর-১ আসন: বাতিল হলেন এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি)। নির্বাচনী লড়াইয়ে টিকে থাকলেন ৮ জন। তাঁরা হলেন, আ ক ম মোজাম্মেল হক (আওয়ামী লীগ ও বর্তমান এমপি), রেজাউল করিম রাসেল (আওয়ামী লীগের স্বতন্ত্র ও কালিয়াকৈর আওয়ামী লীগ সম্পাদক), আল আমিন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী ঐক্যজোট), চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী (তৃণমুল বিএনপি ও বিএনপি নেতা তানভীর সিদ্দিকীর ছেলে), মো. আব্দুল জব্বার সরকার (তৃণমূল বিএনপি), মো. সফিকুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ও মো. মানিক সরকার(জাকের পার্টি )।


গাজীপুর-২ আসন: বৈধ হয়ে টিকে থাকলেন ১০ জন। তাঁরা হলেন- মো. জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ ও বর্তমান এমপি), কাজী আলিম উদ্দিন বুদ্দিন (আওয়ামী লীগের স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (আওয়ামী লীগের স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), রিনা রহমান (জাকের পার্টি), কাজী হাসিবুর রহমান রাব্বী (ন্যাশনাল পিপলস পার্টি), সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার (বাংলাদেশ তরিকত ফেডারেশন), এস এম জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. আমির হোসাইন (ইসলামী ফ্রৃন্ট বাংলাদেশ) ও রেহানা আক্তার রিনা (বাংলাদেশ কংগ্রেস)।

গাজীপুর-৩ আসন: বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে ৮ জনকে। বৈধ প্রার্থীরা হলেন- রুমানা আলী টুসি (আওয়ামী লীগ ও সংরক্ষিত নারী আসনের এমপি), ইকবাল হোসেন সবুজ (আওয়ামী লীগের স্বতন্ত্র ও বর্তমান এমপি), মো. আব্দুর রহমান (কৃষক-শ্রমিক-জনতা লীগ), মো. জহিরুল হক মন্ডল বাচ্চু (জাসদ-ইনু), মো. আলাউদ্দিন (জাকের পার্টি), মো. জয়নাল আবেদীন (বাংলাদেশ তরিকত ফেডারেশন),  এফ এম সাইফুল ইসলাম (জাতীয় পার্টি) ও এ কে এম সাখাওয়াত হোসেন খান (স্বতন্ত্র)।

গাজীপুর-৪ আসন: এ আসনে ঋণ খেলাপির কারণে বাতিল হলেন- আলম আহমেদ (আওয়ামী লীগ স্বতন্ত্র)। বৈধ প্রার্থী হিসাবে টিকে থাকলেন ৭ জন। তাঁরা হলেন, সিমিন হোসেন রিমি (আওয়ামী লীগ ও  বর্তমান এমপি), জুয়েল কবির (জাকের পার্টি), সামসুল হক (স্বতন্ত্র), সামসুদ্দিন খান (জাতীয় পার্টি), মাসুদ চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), অ্যাডভোকেট সারোয়ার ই কায়নাত (বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট-বিএনএফ), আব্দুর রউফ খান (বাংলাদেশ কংগ্রেস পার্টি)।

গাজীপুর-৫ আসন: এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে মোহাম্মদ আমজাদ হোসেন (স্বতন্ত্র)। বৈধ প্রার্থী হলেন, ৮ জন। তারা হলেন- মেহের আফরোজ চুমকি (আওয়ামী লীগ ও বর্তমান এমপি), আখতার উজ্জামান (আওয়ামী লীগের স্বতন্ত্র ও সাবেক এমপি), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি ও সাবেক সচিব), ট্রান্সজেন্ডার উর্মি (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো. সোহেল মিয়া (গণফোরাম), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ (জাসদ), এ এন এম মনিরুজ্জামান (জাকের পার্টি)

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং প্রচার-প্রচারণা শেষ হবে ৫ জানুয়ারি।

এমএসএম / এমএসএম

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা

পৈতৃক জমি ফেরত ও হত্যার বিচারে সাঁওতালদের বিক্ষোভ

ক্রীড়া সংগঠকদের ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানো হবে : আমিনুল হক

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

অভযনগরে মৎস্যঘের ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময় সভা

ডামুড্যায় দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

তাড়াশে ওলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরণখোলায় আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা