ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন বিএনপি পন্থিরা বর্জন করেছে,জামায়াতপন্থীদের অংশগ্রহণ

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে ইবিতে বইছে ভোটের হাওয়া।এ নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও ইউট্যাবের সাদা দল অংশগ্রহণ করবে না বলে জানা গেছে। জামায়াতপন্থী শিক্ষকেরা ভিন্ন নামে একক প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ তথ্য জিয়া পরিষদের অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।৫ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান।শিক্ষক সমিতি কার্যালয়ে সকাল ১০ টায় নির্বাচনী তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।তফসিল সূত্রে জানা যায়,১০ ডিসেম্বর সকাল ১০ টা হতে মনোনয়নপত্র বিতরণ।১১ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ১২ ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।১৯ ডিসেম্বর অনুষদ ভবনের শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয় ১২৯ নম্বর কক্ষে ভোট গ্রহণ করা হবে।সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।ভোট গণনা শেষে ওই দিনেই ফলাফল ঘোষণা করা হবে।সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,কোষাধাক্ষ এবং ৯জন সদস্যসহ মোট ১৫ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।নির্বাচনে মনোনয়নপত্রের মূল্য সভাপতি ৩০০০ টাকা,সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ২৫০০ টাক। যুগ্ম সাধারণ সম্পাদ, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক ২ হাজার টাকা এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।নির্বাচনে সাধারণত বিএনপি + জামাত সমর্থিত ডানপন্থী শিক্ষক সংগঠন সাদা দল ও আওয়ামীলীগ + প্রগতিশীল সমর্থিত নীল দল অংশগ্রহণ করে থাকে।ইতোমধ্যে সাদা দল ও নীল দলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে কমিটি নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন ভূইয়া বলেন,দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি'র কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষক সমিতির এ নির্বাচনের সাদা দল অংশগ্রহণ করবে না। জামায়াতপন্থী শিক্ষক নেতা প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ইসলামী ভাবধারায় বিশ্বাসী শিক্ষকদের নিয়ে আমরা একক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।প্রগতিশীল ও আওয়ামী ভাবধারার শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ডঃ মুহাম্মদ রবিউল ইসলাম এ প্রতিবেদককে জানান,নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনে কে অংশগ্রহণ করবে? কে করবে না? এটা তাদের নিজস্ব ব্যাপার।শাপলা ফোরাম দুটি প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ
