ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন বিএনপি পন্থিরা বর্জন করেছে,জামায়াতপন্থীদের অংশগ্রহণ

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে ইবিতে বইছে ভোটের হাওয়া।এ নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও ইউট্যাবের সাদা দল অংশগ্রহণ করবে না বলে জানা গেছে। জামায়াতপন্থী শিক্ষকেরা ভিন্ন নামে একক প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ তথ্য জিয়া পরিষদের অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।৫ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান।শিক্ষক সমিতি কার্যালয়ে সকাল ১০ টায় নির্বাচনী তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।তফসিল সূত্রে জানা যায়,১০ ডিসেম্বর সকাল ১০ টা হতে মনোনয়নপত্র বিতরণ।১১ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ১২ ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।১৯ ডিসেম্বর অনুষদ ভবনের শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয় ১২৯ নম্বর কক্ষে ভোট গ্রহণ করা হবে।সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।ভোট গণনা শেষে ওই দিনেই ফলাফল ঘোষণা করা হবে।সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,কোষাধাক্ষ এবং ৯জন সদস্যসহ মোট ১৫ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।নির্বাচনে মনোনয়নপত্রের মূল্য সভাপতি ৩০০০ টাকা,সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ২৫০০ টাক। যুগ্ম সাধারণ সম্পাদ, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক ২ হাজার টাকা এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।নির্বাচনে সাধারণত বিএনপি + জামাত সমর্থিত ডানপন্থী শিক্ষক সংগঠন সাদা দল ও আওয়ামীলীগ + প্রগতিশীল সমর্থিত নীল দল অংশগ্রহণ করে থাকে।ইতোমধ্যে সাদা দল ও নীল দলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে কমিটি নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন ভূইয়া বলেন,দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি'র কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষক সমিতির এ নির্বাচনের সাদা দল অংশগ্রহণ করবে না। জামায়াতপন্থী শিক্ষক নেতা প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ইসলামী ভাবধারায় বিশ্বাসী শিক্ষকদের নিয়ে আমরা একক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।প্রগতিশীল ও আওয়ামী ভাবধারার শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ডঃ মুহাম্মদ রবিউল ইসলাম এ প্রতিবেদককে জানান,নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনে কে অংশগ্রহণ করবে? কে করবে না? এটা তাদের নিজস্ব ব্যাপার।শাপলা ফোরাম দুটি প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ইবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নেতৃত্ব উন্নায়ন কর্মশালা

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
