ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সোনারগাঁয়ে জোরপূর্বক মুক্তিযোদ্ধার বাড়ী দখলের পায়তারা


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ৪:৪০

ভূয়া দলিল ও প্রতারনার আস্রয় নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় জোরপূর্বক মজিবর রহমান নামে এক মুক্তিযোদ্ধার বাড়ী দখলের পায়তারা করছেন সোহেল নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। মুক্তিযোদ্ধা তার বাড়ী রক্ষায় প্রতিবাদ করায় তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন সোহেল গংয়ের লোকজন। এঘটনায় নিরাপত্তা হীনতায় রয়েছে মুক্তিযোদ্ধার পরিবার।

মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, চর রমজান সোনাউল্লা মৌজার ঝাউচর এলাকায় তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া এই বাড়িটিতে তিনি দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ভূয়া দলিল ও প্রতারনার আস্রয় নিয়ে ঝাউচর এলাকার সামসুল হকের ছেলে সোহেল খরিদ সূত্রে মালিক দাবি করে তাকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা করছেন। মুক্তিযোদ্ধা তার বাড়ি রক্ষায় সোহেল গংয়ের বিরুদ্ধে প্রথমে নারায়ণগঞ্জ জেলা সহকারী জজ আদালতে ২০২২ সালে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২ অক্টোবর নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। বর্তমানে সোহেল গংয়ের বিরুদ্ধে আদালতে দুটি মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। এছাড়া বাড়ী রক্ষায় ও প্রাণ নাশের শঙ্কায় নিরাপত্তা চেয়ে সম্প্রতি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, নিজের জীবন বাজি রেখে এদেশের মানুষের মুক্তির জন্য যোদ্ধ করেছি। পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া বাড়িটি রক্ষার জন্য স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট সহায়তা চেয়েছি। প্রভাবশালী সোহেল গংয়ের ভয়ে তারা কেউ এগিয়ে আসেনি। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে গৌরব গাথা বিজয়ের ৫২ বছর পর, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির প্রহসনের শিকার হয়ে, শেষ পর্যন্ত ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ্য হয়েছি। আশা করি আদালত কর্তৃক ন্যায় বিচার পাব।

এবিষয়ে সোহেল জানান, ঝাউচর এলাকায় চর রমজান সোনাউল্লা মৌজার এসএ ১২০৬/৭ ও আরএস ৫২২ দাগে মুক্তিযোদ্ধা মজিবর রহমানের এক ওয়ারিশ থেকে ৩ শতাংশ জায়গা ক্রয় করেছি। ওয়ারিশ থেকে ক্রয়কৃত জায়গা আমাকে দখল বুঝিয়ে না দিয়ে মজিবর রহমান জোর পূর্বক দখল করে রেখেছে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও ঝাউচর এলাকার বাসিন্দা সেলিম রেজা জানান, মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জায়গার বিষয়ে আমি শুনেছি আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের বিষয় কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। যদি তারা উভয় পক্ষ গ্রাম্য সালিশে মিমাংশা চায় তাহলে কাগজপত্র দলিল পর্চা দেখে মধ্যস্থতা করার চেষ্টা করব। 
 

এমএসএম / এমএসএম

নির্বাচিত হলে নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তুলবো : মুফতি মোস্তফা কামাল

মধুখালী ডুমাইনে অস্ত্র তৈরীর কারিগর সরঞ্জামসহ গ্রেফতার

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া

মাছ লুটের খবর চাপা দিতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

শেরপুরে র্যাবের অভিযানে প্রায় দেড় হাজার বোতল বিদেশী মদ জব্দ: তিন মাদক কারবারি আটক

জয়পুরহাটে এনসিপি জেলা কমিটির বিরুদ্ধে অনাস্থাঃ- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাভারে ব্যাটারিচালিত রিকশা চালকদের মহাসড়ক অবরোধ, ওসির হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল

দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বস্তুনিষ্ঠ সংবাদে কাউকে ছাড় দেবেন না আমি বা অন্যকেউ

‎রাজস্থলীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে নির্বাচনী নিরাপত্তা জোরদার

ধানের শীষের প্রার্থীকে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় রায়গঞ্জের রোমেল