অর্থমন্ত্রীর আসনে আলোচনায় সাহসী তরুন প্রার্থী কামরুজ্জামান বাবলু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সংসদীয় আসন ১০ থেকে মনোনয়নপত্র জমা ৭জন। তারমধ্যে যাছাই-বাছাইয়ে ৪ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বৈধতা পেয়েছেন ৩জন। তারা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, জাতীয় পার্টির জোনাকি হুমায়ন ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু)।
এই আসনে বর্তমানে অর্থমন্ত্রীর সাথে নির্বাচন করার মত স্বতন্ত্র বা হেভিওয়েট কোন প্রার্থী ছিল না। দলীয় নানান মেরুকরণে বিভক্ত এই আসনে জাতীয় পার্টির প্রার্থী জোনাকী হুমায়ূন। তিনি আগে সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেও পরে তা বাতিল হয়ে যায়। তবে অর্থমন্ত্রীর এই আসনে মনোনয়ন বৈধ হওয়ার পর আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনীত তরুন প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বাবলু। হঠাৎ করে তার প্রার্থী হওয়ায় এ নিয়ে চলছে নানান আলোচনা। বিশেষ করে অর্থমন্ত্রীর সাথে সাহস নিয়ে প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে চলছে নানান গুঞ্জন। তাদের প্রশ্ন কে এই সাহসী তরুন প্রার্থী কামরুজ্জামান বাবলু?
খোঁজ নিয়ে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিন ইউপির অর্ন্তগত ঝাটিয়াপাড়া গ্রামে ১৯৮২ সালে জন্মগ্রহন করেন কামরুজ্জামান বাবলু।তার পিতা মরহুম আলী আস্বাদ ও আলেয়া বেগমের তিন ছেলের মধ্যে ছোট কামরুজ্জামান বাবলু ১৯৯৮ সালে মন্তলী উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি পাসের পর ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে। স্কুলে পড়াকালীন সময়ে রোভার স্কাউট হিসেবে নিজেকে যুক্ত করে থানা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট স্কাউট লিডার স্বীকৃতি লাভ করেন। এরই ধারাবাহিকতায় কলেজে বিএনসিসির ক্যাডেট হিসেবে ভর্তি হন। বাণিজ্যে উচ্চ মাধ্যমিক পাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অর্নাসে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কয়েক মাসের মধ্যেই চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজের মধ্য দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি শুরু হয়। এরই মধ্যে চ্যানেল আইয়ের প্রকাশনা সাপ্তাহিক “আনন্দ আলো”তে লেখা শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত করেন নিজেকে। শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন 'স্টুডেন্ট সলিডারিটি'র সাধারণ সদস্য থেকে সাধারণ সম্পাদক পদ অলংকৃত করেন। সংগঠনপ্রাণ কামরুজ্জামান বাবলু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'জীবন' গঠন করে তার প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
তখন সে জাতীয় দৈনিক ভোরের কাগজ, যায়যায়দিনের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও নেতৃত্ব দেন। পড়াশুনা ও সাংবাদিকতার পাশাপাশি কামরুজ্জামান বাবলু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি সেনা শাখার সর্বোচ্চ পদ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে নারায়নগঞ্জে অনুষ্ঠিত সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় বিএনসিসি কর্ণফুলি রেজিমেন্টের প্রধান ক্যাডেট অফিসার হিসেবে নেতৃত্ব দেন।
একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী নাঙ্গলকোটের শিক্ষার্থীদের সংগঠন 'নাঙ্গলকোট ছাত্র-ছাত্রী সমিতি'র বিভিন্ন গুরুত্বপূর্ন পদেও দায়িত্ব পালন করেন। মানবসেবায় অন্তপ্রাণ কামরুজ্জামান বাবলু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রায়কোটের শিক্ষার্থীদের নিয়ে 'ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব রায়কোট ইউনিয়ন" (উসারু) গঠন করে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। উসারুর শিক্ষামুলক বিভিন্ন সামাজিক কর্মকান্ড তৎকালীন সময়ে নাঙ্গলকোট থানার একমাত্র সংগঠন হিসেবে ব্যাপক প্রশংসা লাভ করে। পড়াশুনা শেষে ক্যারিয়ার হিসেবে তিনি দৈনিক যুগান্তরে স্টাফ রিপোর্টার পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতায় স্থায়ী হন। এরই ধারাবাহিকতায় তিনি মানবজমিন, যায়য়ায়দিন ও ডেইলি অবজারভার শেষে বর্তমানে দেশের সবচেয়ে প্রাচীন ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের বিজনেস এডিটর হিসেবে কর্মরত আছেন। কাজের সুবাদে তিনি বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)র বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন করেন। ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন 'কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা'র প্রতিষ্ঠাকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এখনো নেতৃত্বে রয়েছেন। পেশাগত উৎকর্ষতার দরুন তিনি ২০১১ সালে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ইউএনএফসিসি ফেলোশীপ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (এমজেএস) ডিগ্রি অর্জনকারী কামরুজ্জামান বাবলু সাংবাদিকতায় এমফিল গবেষণা করছেন। সাংবাদিকতার বিভিন্ন ট্রেনিংয়ের সুবাদে তিনি ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহন করেন। দেশের পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রভাবশালী সংগঠন “ঢাকা রিপোর্টার্স ইউনিটি”র (ডিআরইউ) একাধিক পদে নির্বাচিত হন। এছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র স্থায়ী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি খাদ্যে ভেজাল বিরোধী জাতীয় সামাজিক সংগঠন “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলনের” প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাক্তিগত জীবনে শিক্ষা মন্ত্রনালয়ে কর্মরত ৩০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা স্ত্রী জিনান জামান, ওয়াফী ইবনে জামান স্নিগ্ধ এবং আশফী ইবনে জামান মুগ্ধ নামে তার দু'টি পুত্র সন্তান রয়েছে।
রাজনৈতিক পরিচয়: মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু) বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদকের পাশাপাশি দলের বিদেশী কূটনৈতিক শাখা প্রধান (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের) হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারই অংশ হিসেবে তিনি সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে সাক্ষাৎ করেন। দলের মনোনয়ন পেয়ে দলীয় সিদ্ধান্তে কুমিল্লা ১০ আসন থেকে তিনি দলীয় প্রতীক ডাব মার্কায় নির্বাচন করছেন। বাংলাদেশ কংগ্রেস দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রায় শতাধিক আসন থেকে প্রার্থী দিয়ে নির্বাচনে রয়েছেন।
এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
