ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক অহিদুজ্জামান

দ্বাদশ জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১৪-১২-২০২৩ রাত ১১:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল বিজয় অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং দ্বাদশ জাতীয় সংসদে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। দৈনিক সকালের সময়ের সাথে ঘন্টাব্যাপী একটি বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক এম ওয়াহিদুজ্জামান চাঁন। অধ্যাপক অহিদুজ্জামান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদেও দ্বায়িত্ব পালন করেন। তিনি বলছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সমকক্ষ কোন রাজনৈতিক নেতা এই সাবকন্টিনেন্টে নেই। তাই তিনি বেঁচে থাকতে বাংলাদেশের জনগণ তাকেই বার বার নির্বাচিত করে দেশ পরিচালনার দ্বায়িত্ব দেবে।

সকালের সময়:- এদেশের জনগণের গনতান্ত্রিক ও মৌলিক অধিকার চর্চা একেবারেই নেই, সরকার জনগণকে সবসময় ভয় দেখিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে এমন অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে।

অধ্যাপক অহিদুজ্জামান:- দেখুন বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল আওয়ামী লীগ। এই চার দশকেরও বেশি সময়ে এই দলটির নেতৃত্ব প্রদান করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দলটির গঠনতন্ত্র এবং নিয়মিত কাউন্সিল লক্ষ করলেই যে কেউ বুঝতে পারবে সকল মতামতের ভিত্তিতে দলটি পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগে যেমন  গণতন্ত্রের চর্চা আছে তেমনি বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা বিরাজমান। তবে গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বহুবার। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার চেষ্টায় নিয়োজিত আছে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে শুরু হয় গণতন্ত্রের ওপর আঘাত। শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে গণতন্ত্র নিশ্চিহ্ন করে দিতে চায়। মিলিটারী সরকার জিয়া জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বিএনপি নামের যে দলটি প্রতিষ্ঠিত করছে ওই দলটি কোন রাজনৈতিক দল নয়। দলটি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালত সুস্পষ্ট রায় দিয়ে দলটিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করছে। দলটির এক সন্ত্রাসী নেতা তারেক রহমান ইংরেজিতে বলে- "টেক ব্যক বাংলাদেশ" এর মানে কি?  তারা চায় বাংলাদেশকে আবার পেছনে ফিরিয়ে নিতে। সন্ত্রাসী ডাকাতি লুটপাট খাম্বা চুরির দিকে বাংলাদেশকে ফিরিয়ে নেয়ার ব্যার্থ চেষ্টা চালাচ্ছে। তা আর হবে না। বাংলাদেশ মধ্যে আয়ের দেশ থেকে এখন উন্নত রাষ্ট্রের পথে হাঁটছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ দেশ আর পেছনে ফিরিয়ে নেয়া যাবে না। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটির মালিকানা বঙ্গবন্ধু অর্জন করেছে। ১৮ কোটি মানুষের এই রাষ্ট্রের দ্বায়িত্ব বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বেই পরিচালিত হবে।

সকালের সময়:- বিএনপি নির্বাচনে অংশ না নিলে তা অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি না? আওয়ামী লীগের মতো এতবড় প্রাচীন বৃহৎ দলের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলের সাথে নির্বাচন কতোটা প্রতিদ্বন্দ্বিতা মূলক হবে?

অধ্যাপক অহিদুজ্জামান:- দেখেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী না, জনগণের ভোট তারা পাবে না তাই মানুষ হত্যা পরিবহনে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা এদের মূল লক্ষ। তাদের দলে কোন নেতা নেই। তাদের দলে বহু লোক যুদ্ধপরাধী, তারা জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে; সেই ক্ষমতা দখলকারীদের হাতে তৈরি বিএনপি আর যুদ্ধাপরাধীরা এ দেশের কল্যাণ কখনো চাইতে পারে না। তারা দেশকে ধ্বংস করতে চায়।
বাংলাদেশের তারুণ্যের শক্তিই এগিয়ে নিয়ে যাবে। আমি বার বার বলি বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগের রাজনীতির আদর্শে উজ্জীবীত হতে তরুণদের আহ্বান জানাই। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তা বর্তমান তরুণরা দেখনি। ২০/২৫ বছরের তরুণরা তখন শিশু ছিলো। ওদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাস জানলে লক্ষ লক্ষ তরুণ যারা নতুন ভোটার হয়েছে তারা সকলে আওয়ামী লীগকে নৌকায় ভোট দেবে। বিএনপি বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভবান হতে পারবে না। সাংবাদিকরাও জানে ওরা তো ভোট করতে আসে না, ভোট চায় না, ভোট পায় না। ওরা তো ভোট পাবে না। কারণ ওরা তো লুটেরা, জঙ্গিবাদী, সন্ত্রাসী, মানুষের শান্তি কেড়ে নেয়, মানুষের সম্পদ কেড়ে নেয়। আওয়ামী লীগ এখন রাষ্ট্র রক্ষার আন্দোলন করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারদের অনুরোধ করবো পরিবারের সকলে মিলে একত্রে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে। যে যার পছন্দের প্রতীকে বা প্রার্থীকে ভোট দেবে এটা ভোটারদের নাগরিক অধিকার। 

সকালের সময়:- মাত্র তিন সপ্তাহ বাকি সংসদ নির্বাচনের এই সময় বাজার মূল্যের উর্ধগতি সরকারের ওপরে নেতিবাচক প্রভাব পরবে কি-না? 

অধ্যাপক অহিদুজ্জামান:- স্বাধীনতার পর আমাদের নগদ টাকা দিয়ে কেনা খাদ্য আমাদের সরবরাহ না করে কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করা হয়েছিল। সেই কথাটা মাথায় রেখে আমরা আমাদের খাদ্য উৎপাদন করি। এখন আমরা আমাদের খাদ্য উৎপাদন বহুগুণে বাড়িয়েছি। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। কিন্তু একটি অসাধু ব্যবসা-সম্পৃক্ত চক্র বাজার ধরে প্রভাব বিস্তার করে মাঝে মাঝে কৃত্রিম সংকট তৈরি করে। এক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের কিছু ভুল অবশ্যই আছে। যে লোক ব্যাবসায়ী তাকে কেন ব্যাবসা মন্ত্রীর দ্বায়িত্ব দিতে হবে! সরবরাহ ব্যবস্থা না বাড়িয়ে কোনো পণ্যের দাম বেঁধে দিলে তা কার্যকর করা কঠিন। মুক্তবাজার অর্থনীতিতে এ ধরনের পদক্ষেপ কাজে আসে না। মুক্তবাজার অর্থনীতিতে সুযোগ না থাকলেও বিশেষ অবস্থায় যদি দাম নির্ধারণ করতে হয়, সে ক্ষেত্রে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে হয়। তাহলেই কেবল সুফল মেলে। তবে এ কথাও ঠিক যে, আমাদের দেশের ব্যবসায়ীগোষ্ঠী অতি মুনাফার জন্য ব্যবসায়িক সততা দূরে ঠেলে দিয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণে সবসময় তৎপর থাকে। বাজারে কারসাজি করে থাকে। বাজার থেকে ছলে বলে কৌশলে ক্রেতাদের অর্থ বের করায় তারা সিদ্ধহস্ত। তাদের এ মানসিকতা রুখতে সরকারকে সবসময় তৎপর থাকার কথা। কিন্তু বর্তমানে সরকারের কয়েক মন্ত্রী ব্যবসায়ীবান্ধব হওয়ায় ক্রেতাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। ফলে বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ধীরে ধীরে ব্যবসায়ীদের মন্ত্রীত্ব থেকে দুরে সরিয়ে রাখতে পারলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।

এমএসএম / এমএসএম

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথচারীদের পাশে ইফতার নিয়ে হাজির আজমল হুদা মিঠু

আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিআরটি’র ফ্যাসিস্ট আওয়ামীর দোসর এডি আলী আহসান বহাল তবিয়তে

ধর্ষণও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত

আলোচনা সমালোচনার শেষ নেই আওয়ামী লীগ নেত্রী তাহমিনার

হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন