ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-১২-২০২৩ বিকাল ৬:৫৬
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ।
 
এরপর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাহবুব আলম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর জেলা পরিষদ, গাজীপুর সিটি কর্পোরেশন, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
 
পরে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করে উপস্থিতিরা।
 
অন্যদিকে শহীদ বরকত স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়
 
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়:
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে শনিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ, বাউবি শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম। পরে উপাচার্যের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশজুড়ে বিস্তৃত বাউবি’র আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র সমূহেও বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শনিবার ৫৩'তম বিজয় দিবস উদযাপিত হলো। দিবসের কর্মসূচির মধ্যে বিজয় র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জয়বাংলা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন, আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন প্রীতি খেলাধূলা, পুরস্কার বিতরণ এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এর নেতৃত্বে একটি বিজয় র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু’র ভাস্কর্য এবং জয়বাংলা চত্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়। জয়বাংলা চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ শ্রদ্ধা নিবেদন করেন।বিজয় দিবসের সকল কর্মসূচিতে ডীন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট:
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) শনিবার মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ নানা কর্মসূচির আয়োজন করা হয়। 
 
দিবসটি পালন উপলক্ষে সকালে বারি’র প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বারি’র পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা), বারি ৪র্থ শ্রেণী কল্যাণ সমিতি (বারিচা), ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বারি শাখা, বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এরপর ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শ্রমিক ও শিক্ষার্থীবৃন্দকে সাথে নিয়ে বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালিটি বারি’র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
 
বিকালে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বারি’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বিশ্ব মানবাধিকার দিবসে পিস এওয়ার্ড পেলেন শামীমা নাইস

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী নগরীতে গণসংযোগকালে হাজী ইয়াছিন

বালিয়াকান্দিতে অবৈধ ভাবে বালু মজুদের পায়তারা

৪৮ ঘণ্টা পরও প্রচারণামূলক উপকরণ অপসারণ না করায় পটুয়াখালী‌তে প্রশাসনের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ

বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার -২

জাতীয় হিফয প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-শিক্ষককে আনোয়ারায় ঘোড়ার গাড়িতে সংবর্ধনা

চাঁদপুরে আলু বপনে ব্যস্ততা, লক্ষ্যমাত্রা ৭ হাজার হেক্টর

বাংলাদেশে প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম উদ্বোধন

রায়গঞ্জে ছাত্রদলের কার্যক্রম জোরদারে নতুন কার্যালয়ের উদ্বোধন

মহেশখালী ডাম্পার চাপায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের সাতকানিয়ায় চোলাই মদের ট্রাকে আগুন দিয়েছে স্থানীয় জনতা, প্রায় চার হাজার লিটার মদ পুড়িয়ে দেওয়ার অভিযোগ