ইবির শিক্ষক সমিতি নির্বাচন

ইবিতে বিএনপি পন্থী শিক্ষকদের অংশগ্রহণ ছাড়াই শিক্ষক সমিতির নির্বাচন ২০২৩ইং সম্পন্ন হয়েছে।১৯ ডিসেম্বর রাত ১০.৩০ টায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামীলীগ পন্থী বিদ্রোহী প্যানেল থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি ও প্রগতিশীল আওয়ামী পন্থী ভাবধারার শিক্ষক সংগঠন শাপলা ফোরাম থেকে প্রফেসর ডঃ মামুনুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন,সহ-সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ারুল হক,যুগ্মসাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ধনঞ্জয় কুমার,কোষাধক্ষ্য প্রফেসর ডঃ ইব্রাহিম আব্দুল্লাহ।নির্বাচিত ১০ জন কার্যনির্বাহী সদস্যগণ হলেন(১)প্রফেসর ডক্টর শাহজাহান মন্ডল (২)প্রফেসর ডঃ আহসান উল আম্বিয়া (৩)প্রফেসর ডক্টর দেবাশীষ শর্মা (৪) প্রফেসর ডক্টর মিয়া মোহাম্মদ রশিদুজ্জামান(৫)প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন (৬)কে এম শরফুউদ্দিন(৭)সাহিদা আক্তার(৮)ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান (৯)ডক্টর আমজাদ হোসেন এবং (১০)মোহাম্মদ মাজেদুল হক।
১৯ডিসেম্বর অনুসদ ভবনের৪২৯ নম্বর কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ পন্থী শিক্ষক সংগঠন দুইটি প্যানেলে ও জামায়াত পন্থী শিক্ষকেরা এককভাবে অংশগ্রহণ করে।আ'লীগ সমর্থিত শিক্ষক সংগঠন শাপলা ফোরামে মনোনীত প্যানেলে সভাপতি পদে প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান অন্য প্যানেলে সভাপতি পদে প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ডক্টর আনোয়ারুল হক এবং জামায়াত পন্থী শিক্ষকদের মনোনীত প্যানেলে সভাপতি পদে প্রফেসর ডঃ মোঃ আবু সিনা ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করে। সাধারণ সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছিলেন প্রফেসর ডক্টর খন্দকার তৌহিদুল আনাম। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪০৮ জন। এর মধ্যে ২৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫ টি পদের জন্য তিন প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী লড়াই করে।সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক,কোষাধক্ষ্য এবং ১০জন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৫ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করে।নির্বাচনে সাধারণত বিএনপি + জামায়াত সমর্থিত ডানপন্থী শিক্ষক সংগঠন সাদা দল ও আওয়ামীলীগ + প্রগতিশীল সমর্থিত নীল দল অংশগ্রহণ করে থাকে।এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন ভূইয়া বলেন,দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি'র কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষক সমিতির এ নির্বাচনের সাদা দল অংশগ্রহণ করে নাই। জামায়াতপন্থী শিক্ষক নেতা প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ইসলামী ভাবধারায় বিশ্বাসী শিক্ষকদের নিয়ে আমরা একক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি।রিটার্নিং অফিসার প্রফেসর ডঃ মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান,নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করা হয়েছে।প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনের নতুন নেতৃত্ব এসেছে। নতুন এ নেতৃত্ব ইবি শিক্ষক সমিতিকে ভালো কিছু উপহার দেবে এমন প্রত্যাশা সবাই করে।
এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ
