ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মতলবে একাধিক মামলার আসামি সুভাকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ায় আতঙ্কে এলাকাবাসী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ৩:০

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-২ মতলব আসনের স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীর উপর হামলার ঘটনায় একাধিক মামলার প্রধান আসামি সোবহান সরকার সুভাকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ১৮ ডিসেম্বর রাতে সোবহান সরকার সুভাকে আটক করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের সমর্থক ছাত্রলীগ নেতাদের উপর দফায় দফায় হামলার ঘটনায়  গত ১৭ ডিসেম্বর থানায় মামলা দায়ের করা হয়। এছাড়াও গত ১৪ ডিসেম্বর দশানী ছালমা বেগমের রাতের আঁধারে বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায় নৌকা প্রার্থীর সমর্থক সোবহান সরকার সুভা। এ ঘটনায় সুভাকে প্রধান আসামি করে ছালমা বেগম বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সি আর ৪২৭-২৩ ।এছাড়া ও নির্বাচন কেন্দ্রিক আরো একাধিক সন্ত্রাসী ঘটনার মূল হোতা সোবহান সরকার সুভা।

তার এসব সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর রাতে সোবহান সরকার সুভাকে আটক করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। তবে জানা গেছে, সোবহান সরকার সুভাকে আটকের পর অদৃশ্য কারণে ছেড়ে দেয় পুলিশ। এই বিষয়টি নিয়ে মতলব জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তার বিরুদ্ধে এতগুলো মামলা থাকা সত্ত্বেও আটকের পর ছেড়ে দেওয়ায় আতঙ্কিত মতলব বাসী।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সোবহান সরকার সুভা একজন চেয়ারম্যান হয়ে এ ধরনের কর্মকাণ্ড করেন সেটি আসলেই দুঃখজনক। অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত।

বিশেষ সূত্রে জানা গেছে, পুলিশের এন্টি টেররিজম ইউনিট তাকে আটক করার পর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সোবহান সরকার সুভাকে খানা পুলিশ রিসিভ করেনি। এ নিয়ে এন্টি টেররিজম ইউনিট ও থানা পুলিশের মধ্যে বেশ কয়েক ঘণ্টা কথা বার্তা হয়। রাতভর তাকে আটকে রাখার পর মঙ্গলবার ভোরে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাশেদ স্বপন বলেন, এন্টি টেররিজম সদস্যরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এসেছিল। আসামির বিষয়ে আমরা তাদের অবগত করেছি, তবে আসামি সুভাকে নিয়ে তারা থানায় আসেনি, থানায় আনার  বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা