ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

জাহাঙ্গীরের কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনও হননিঃ মোজাম্মেল হক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৪-১২-২০২৩ রাত ১০:৮
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাহাঙ্গীর আলমের কোন কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনও হননি, যখন হবে তখন বিবেচনা করবো। রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। গাজীপুরের বিভিন্ন আসনে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নেওয়া জাহাঙ্গীরের মন্তব্যের বিষয়ে বরাবরই নীরব মোজাম্মেল হক।
 
আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটার পক্ষে। তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেওয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিব।
 
তিনি আরও বলেন, আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেনো রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসীর ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে।
 
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, স্থানীয় নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
দ্বাদশ সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, গাজীপুর-১ আসনের তিনবারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমালোচনা ও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। 
 
এর মধ্যেই শুক্রবার গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, বয়স হয়েছে, এবার তরুণদের সুযোগ দিন।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনার বয়স হয়েছে, ১৫ বছর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এবার সরে যাওয়ার সময় হয়েছে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যান আয়ুব আলী সরকারের মৃত্যু: শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ গ্রেফতার

কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

সিংড়ায় মসজিদের নামে জোড়পূর্বক একটি পৈতৃক জমি দখলের অভিযোগ

পাইকগাছায় কালিনগর কলেজের নব নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

চীনের অর্থায়নে হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত

কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিললো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

কাপ্তাই সড়কে টায়ার জ্বালিয়ে ব্লকেট কর্মসূচি পালন বিএসপিআই শিক্ষার্থীদের

সাতক্ষীরা ভোমরা সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ

বকশীগঞ্জে পাট চাষিদের মাঝে বিনামূল্যে উন্নতমানের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

পটুয়াখালীতে জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদান প্রদান