ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফরিদপুর ১ আসনে নির্বাচনী সাজ সাজ রব উঠেছে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই নির্বাচনে ফরিদপুর ১ আসনে  নৌকার পক্ষে সাজ সাজ রব উঠেছে।এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আব্দুর রহমান।

স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচার-প্রচারনা করছেন, মধুখালী, বোয়ালমারীসহ আলফাডাঙ্গায়। আব্দুর রহমানের সহধর্মীনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ’র) সাবেক ডেপুটিরেজিট্রার ডা. মির্জা নাহিদা হোসেন বন্যাকে দেখা যায় দলীয় নারী নেত্রীসহ নেতাকর্মীদের নিয়ে শনিবার ফরিদপুর ১ আসনের বিভিন্ন  ইউনিয়ণে পথসভা ও উঠান বৈঠকে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিতে।

ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা বিভিন্ন ইউনিয়ণের গ্রামে গ্রামে উঠান-বৈঠকসহ পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ মো: আব্দুর রহমানের জন্য নৌকায় ভোট চান তিনি। এসময়ে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর নৌকা আব্দুর রহমানের নৌকা, জনতার নৌকার জন্য ভোট চান এবং  জনগণের সেবা করার সুযোগ চান।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসময়ে ভোটারদের উদ্দেশে বলেন, নৌকার প্রার্থী আব্দুর রহমান আপনাদের পাশে ছিলেন এবং আছেন ভবিষৎতেও থাকবেন। এসময়ে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা ফরিদপুর ১ আসনের উন্নয়ণের চিত্র উপস্থিত জনতার সামনে তুলে ধরেন। ডা. বন্যা বলেন, বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে ১৪ ও ১৮ সালে আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। আপনারা দেখেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ এগিয়ে যায়। আজ বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আরও বলেন, জননেতা আব্দুর রহমান এই জনপদের সন্তান। তিনি আপনাদের কথা দিয়েছিলেন, কোনো ঘর অন্ধকার থাকবে না। সেই কথা রেখেছেন। আজকে এই জনপদের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন রাস্তাঘাট ব্রীজ করে দিয়েছেন, জননেতা আব্দুর রহমান। আগামীতে অসমাপ্ত কাজও সমাপ্ত করবেন তিনি।

তিনি আরো বলে,ন আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন, দেশকে দারিদ্র্য বিমোচন করবেন, তিনি করেছেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে শুক্রবার  দুপুরে  ফরিদপুর ১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জননেত্রী মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময়ে ডা. বন্যা বলেন,স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  যুদ্ধ বিধস্ত শূন্য হাতে বাংলাদেশ বিনির্মানের দায়িত্ব নিয়েছিলেন। তিনি যখন একটি যুদ্ধবিধস্ত দেশকে গড়ছেন। সেই সময়ে দেশী-আন্তর্জাতিক একটি কুচক্রীমহল ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করেনি স্ব-পরিবারে, কুচক্রীরা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। এরপরে অবৈধভাবে জিয়া ক্ষমতায় আসে। জিয়াসহ জিয়ার দোসররা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। একমাত্র আওয়মী লীগ যখন আপনাদের ভোটে ক্ষমতায় আসেন ১৯৯৬-২০০১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে দেশের সোনালী সময় ছিল। জাতির পিতার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে আবার আপনাদের ভোটে সরকার গঠন করেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আজ ২০২৩ বাংলাদেশে দূর্ভিক্ষ নেই, মঙ্গা নেই। এখন বদলে যাওয়ার দিন বাংলাদেশের উন্নয়ণের দিন। আমাদের গ্রাম-বাংলার স্কুলে স্কুলে বিনামুল্যে বই বিতরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। অসহায়দের ভাতা দিচ্ছেন। আজকে ১০ কোটি মানুষ উপকারভোগী। মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা নাহিদা হোসেন বন্যা আরও বলেন,শেখ হাসিনা সরকার বিশেষ প্রণোদনা দিয়ে শিল্প কলকারখানা সচল রেখেছেন। যার অন্যতম প্রমান আপনাদের ফরিদপুরের চিনিকল। এখন আমার কৃষক ১০ টাকায় অ্যাকাউণ্ট খুলতে পারছেন। এক  কোটি দুই লাখ কৃষক অ্যাকাউণ্ট খুলে ভর্তুকির টাকা পাচ্ছেন। মির্জা নাহিদা হোসেন বন্যা এ সময় ভোটার সমর্থক এবং কর্মীদের সঙ্গে করে আব্দুর রহমানের নৌকার প্রচারণায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিমিয় করেন।

ভোটার ও সমর্থকগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, প্রতিটি পথসভা ও উঠান বৈঠকে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই বলে ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান করেন জনগণকে। এসব উঠান বৈঠকে এবং পথসভায় জেলা-উপজেলাসহ ইউনিয়ণের নেতৃবৃন্দ বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এঅঞ্চলের মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য ফরিদপুর ১ আসনের মানুষ প্রস্তুত বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু