ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩১-১২-২০২৩ দুপুর ১২:৫৬

নৌকাই এদেশের উন্নয়নের হাতিয়ার,কাজেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সাতই জানুয়ারি সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করছি।

শনিবার  বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন তিনি।
এসময় তিনি মাদারীপুরের তিনটি আসনের নৌকা মার্কা মনোনীত প্রার্থীদের জনগনের সাথে পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। প্রধানমন্ত্রী বলেন, নৌকা দেবে উন্নয়ন, নৌকায় দেবে সব। নৌকা মার্কা ছাড়া আমাদের কোনো উপায় নেই। নৌকায়ই দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। কাজেই নৌকা মার্কায় ভোট আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা পরপর তিনবার ক্ষমতায় আছে বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না।

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপ জনসভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাদারীপুর ৩ এসে আমাদের কে ধন্য করেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শনিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন। উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র আগমনের কথা শুনে সকালেই জনসভা স্থলটি জনসমুদ্রে পরিনত হয়।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।এ সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর-২ আসনের মনোনীত প্রার্থী শাজাহান খান,সাবেক এমপি কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকা মনোনীত প্রার্থী কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, জাতীয় সংসদের চিপহুইপ মাদারীপুর-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী নুর এ আলম চৌধুরী লিটন, কেন্দ্রীয় আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাদারীপুর-৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি,জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ বশার,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,কালকিনি পৌরমেয়র এসএম হানিফ,কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌরসভা আ.লীগের সাবেক সভাপতি আবুল বাশার সহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ। উক্ত জনসভা সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ সহ সভাপতি কালকিনি উপজেলা আ. লীগ। সঞ্চালনা করেন জেলা আ.লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এমএসএম / এমএসএম

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত