মাদারীপুরে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী
নৌকাই এদেশের উন্নয়নের হাতিয়ার,কাজেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সাতই জানুয়ারি সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করছি।
শনিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন তিনি।
এসময় তিনি মাদারীপুরের তিনটি আসনের নৌকা মার্কা মনোনীত প্রার্থীদের জনগনের সাথে পরিচয় করিয়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। প্রধানমন্ত্রী বলেন, নৌকা দেবে উন্নয়ন, নৌকায় দেবে সব। নৌকা মার্কা ছাড়া আমাদের কোনো উপায় নেই। নৌকায়ই দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। কাজেই নৌকা মার্কায় ভোট আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা পরপর তিনবার ক্ষমতায় আছে বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না।
মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপ জনসভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাদারীপুর ৩ এসে আমাদের কে ধন্য করেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শনিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন। উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র আগমনের কথা শুনে সকালেই জনসভা স্থলটি জনসমুদ্রে পরিনত হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।এ সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর-২ আসনের মনোনীত প্রার্থী শাজাহান খান,সাবেক এমপি কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকা মনোনীত প্রার্থী কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, জাতীয় সংসদের চিপহুইপ মাদারীপুর-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী নুর এ আলম চৌধুরী লিটন, কেন্দ্রীয় আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাদারীপুর-৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি,জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ বশার,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,কালকিনি পৌরমেয়র এসএম হানিফ,কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌরসভা আ.লীগের সাবেক সভাপতি আবুল বাশার সহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ। উক্ত জনসভা সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ সহ সভাপতি কালকিনি উপজেলা আ. লীগ। সঞ্চালনা করেন জেলা আ.লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা