ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চাটিতলা উচ্চ বিদ্যালয় অফিস সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ৩:৪৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাটিতলা উচ্চ বিদ্যালয় অফিস সহকারী- কাম হিসাব সহকারী পদে নিয়োগে  চাটিতলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাধান  শিক্ষকের  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া  গেছে । গত ২ আগস্ট ২০২৩ ইং  তারিখে  চাটিতলা উচ্চ বিদ্যালয় অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে একজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়,  দৈনিক ইনকিলাব  ও দৈনিক রূপসী বাংলা পত্রিকায় । নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর ১১ জনে আবেদন করেন অফিস সহকারী কাম হিসাব সহকারী  এ পদে । আবেদনকারীদের আবেদন এর পর গত ২৩/১১/২৩ ইং তারিখে  ইন্টারভিউ পরীক্ষা হয় লিখিত ও মৌখিক  গর্ভমেন্ট  ল্যাবটরি হাইস্কুল কোট বাড়ি কুমিল্লা ।নিয়োগকারী কর্তৃপক্ষ কতৃক যাচাই-বাছাই কমিটি, নির্বাচন কমিটির নিয়োগ সুপারিশের স্বাক্ষরিত ফলাফল  ১৭/১২/২৩ ইং তারিখে  প্রকাশিত  হয়। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশের নির্বাচিত প্রার্থীর নিয়োগ অনুমোদনের জন্য ম্যানেজিং কমিটির সভা করার পূর্ব নির্ধারিত তারিখ ছিল । ঐদিন সংখ্যা গরিষ্ঠ সদস্য উপস্থিত না থাকায়  ( কোরাম সংকট কারনে) পরবর্তী নিয়োগ অনুমোদনের জন্য  ২৮/১২/২৩ ইং তারিখে  সভার আহবান  করা হয়। ঐদিনও একই ঘটনা ঘটে। পরীক্ষায়  সর্বোচ্চ নম্বর(২৮- ১-২) পেয়ে প্রথম হয় কামাল হোসেন।পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও নম্বর। মোঃ আবুদুল আউয়াল, নম্বর (২১)পিতা মোঃ নুর আহম্মদ গ্রাম চাটিতলা , মোঃ আবুদুল কাইয়ুম নম্বর (১০)পিতা আবদুর রব গ্রাম চাটিতলা, মোঃ ইসমাইল হোসেন নম্বর (২৫) পিতা ইস্রাফিল গ্রাম মাইরাগাও,মোঃ ওমর ফারুক নম্বর (১৬) পিতা মোঃ খোরশেদ আলম গ্রাম ভোলাকোট, কামাল হোসেন, নম্বর (২৮-১-২) পিতা দেলোয়ার হোসেন গ্রাম চাটিতলা, মোসাম্মদ সাবিনা ইয়াছমিন পিতা সিরাজুল ইসলাম গ্রাম চাটিতলা, হেলাল উদ্দিন নম্বর  (২০) পিত  ইসমাইল গ্রাম চাটিতলা, নাজমা আক্তার পিতা রুহুল আমিনভূঁইয়া গ্রাম চাটিতলা, জেসমিন আক্তার  পিতা জাফর আহম্মদ গ্রাম চাটিতলা, মোঃ শফিক উদ্দিন ভূঁইয়া নম্বর (২০-১-২) পিত এ,টি,এম নিজাম উদ্দিন গ্রাম ভোলাইন, নাসরিন আক্তার  পিতা নজির আহম্মেদ গ্রাম শাকতলী নাঙ্গলকোট । ১১ জন অফিস সহকারী- কামহিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষায় (৭)  জনে পরীক্ষায় অংশগ্রহণ করেন । ইন্টারভিউ পরীক্ষায় কমিটির  দায়িত্ব পালন করেন  ও লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন - চাটিতলা উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য আবুল বাশার,চাটিতলা উচ্চ বিদ্যালয়  প্রাধান শিক্ষক ছায়েদুলহক , উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার  মোঃ নাছির উদ্দিন, চাটিতলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, ডিজি,প্রতিনিধি ও ল্যাবটরি হাই স্কুল প্রাধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুুমদার । অভিভাবক সদস্য আবুল বাশার  বলেন  - আমি পরীক্ষা বোর্ডে দায়িত্বে ছিলাম পরীক্ষায়  কামাল হোসেন  প্রথম নির্বাচিত হয়েছে তাকে  নিয়োগ  দিতে আমার কোন আপত্তি নাই। প্রধান শিক্ষক ছায়েদুল হক বলেন -  কোরাম সংকটের কারনে  সভা স্থগিত  করা হয়েছে পুনরায় মিটিং ডেকে সবাই অনুমতি দিলে আমি নিয়োগ  দিয়ে দিবো । ম্যানেজিং কমিটির সভাপতি  ইব্রাহিম  খলিল  বলেন  -  কোরাম  সংকটের কারনে আমরা অনুমতি  দিতেপারছিনা পরবর্তী মিটং এ আইনগত ব্যবস্থা নিব ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  নাছির  উদ্দিন  কে মোবাইলে ফোন করে না পাওয়াতে তার বক্তব্য নেওয়া যায়নি ।

এমএসএম / এমএসএম

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীরকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

নেত্রকোণায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জনসমুদ্রে পরিনত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভা

প্রায় ৩ মাস পর ভেসে উঠল ঝুলন্ত সেতু

নরসিংদীতে নতুন করে আরও ১৭ জনের ডেঙ্গু শনাক্ত

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারেক রহমান: রেজাউল ইসলাম রেজু

চাঁদপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজিসহ জ্বালানি

শ্যামনগর উপজেলা প্রসাশনকে ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে বির্তকিত সেই তিন ঠিকাদার

কালকিনি কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জমে উঠেছে,কুন্ডুবাড়ির মেলা

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান