ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

চাটিতলা উচ্চ বিদ্যালয় অফিস সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ৩:৪৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাটিতলা উচ্চ বিদ্যালয় অফিস সহকারী- কাম হিসাব সহকারী পদে নিয়োগে  চাটিতলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাধান  শিক্ষকের  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া  গেছে । গত ২ আগস্ট ২০২৩ ইং  তারিখে  চাটিতলা উচ্চ বিদ্যালয় অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে একজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়,  দৈনিক ইনকিলাব  ও দৈনিক রূপসী বাংলা পত্রিকায় । নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর ১১ জনে আবেদন করেন অফিস সহকারী কাম হিসাব সহকারী  এ পদে । আবেদনকারীদের আবেদন এর পর গত ২৩/১১/২৩ ইং তারিখে  ইন্টারভিউ পরীক্ষা হয় লিখিত ও মৌখিক  গর্ভমেন্ট  ল্যাবটরি হাইস্কুল কোট বাড়ি কুমিল্লা ।নিয়োগকারী কর্তৃপক্ষ কতৃক যাচাই-বাছাই কমিটি, নির্বাচন কমিটির নিয়োগ সুপারিশের স্বাক্ষরিত ফলাফল  ১৭/১২/২৩ ইং তারিখে  প্রকাশিত  হয়। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশের নির্বাচিত প্রার্থীর নিয়োগ অনুমোদনের জন্য ম্যানেজিং কমিটির সভা করার পূর্ব নির্ধারিত তারিখ ছিল । ঐদিন সংখ্যা গরিষ্ঠ সদস্য উপস্থিত না থাকায়  ( কোরাম সংকট কারনে) পরবর্তী নিয়োগ অনুমোদনের জন্য  ২৮/১২/২৩ ইং তারিখে  সভার আহবান  করা হয়। ঐদিনও একই ঘটনা ঘটে। পরীক্ষায়  সর্বোচ্চ নম্বর(২৮- ১-২) পেয়ে প্রথম হয় কামাল হোসেন।পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও নম্বর। মোঃ আবুদুল আউয়াল, নম্বর (২১)পিতা মোঃ নুর আহম্মদ গ্রাম চাটিতলা , মোঃ আবুদুল কাইয়ুম নম্বর (১০)পিতা আবদুর রব গ্রাম চাটিতলা, মোঃ ইসমাইল হোসেন নম্বর (২৫) পিতা ইস্রাফিল গ্রাম মাইরাগাও,মোঃ ওমর ফারুক নম্বর (১৬) পিতা মোঃ খোরশেদ আলম গ্রাম ভোলাকোট, কামাল হোসেন, নম্বর (২৮-১-২) পিতা দেলোয়ার হোসেন গ্রাম চাটিতলা, মোসাম্মদ সাবিনা ইয়াছমিন পিতা সিরাজুল ইসলাম গ্রাম চাটিতলা, হেলাল উদ্দিন নম্বর  (২০) পিত  ইসমাইল গ্রাম চাটিতলা, নাজমা আক্তার পিতা রুহুল আমিনভূঁইয়া গ্রাম চাটিতলা, জেসমিন আক্তার  পিতা জাফর আহম্মদ গ্রাম চাটিতলা, মোঃ শফিক উদ্দিন ভূঁইয়া নম্বর (২০-১-২) পিত এ,টি,এম নিজাম উদ্দিন গ্রাম ভোলাইন, নাসরিন আক্তার  পিতা নজির আহম্মেদ গ্রাম শাকতলী নাঙ্গলকোট । ১১ জন অফিস সহকারী- কামহিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষায় (৭)  জনে পরীক্ষায় অংশগ্রহণ করেন । ইন্টারভিউ পরীক্ষায় কমিটির  দায়িত্ব পালন করেন  ও লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন - চাটিতলা উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য আবুল বাশার,চাটিতলা উচ্চ বিদ্যালয়  প্রাধান শিক্ষক ছায়েদুলহক , উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার  মোঃ নাছির উদ্দিন, চাটিতলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, ডিজি,প্রতিনিধি ও ল্যাবটরি হাই স্কুল প্রাধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুুমদার । অভিভাবক সদস্য আবুল বাশার  বলেন  - আমি পরীক্ষা বোর্ডে দায়িত্বে ছিলাম পরীক্ষায়  কামাল হোসেন  প্রথম নির্বাচিত হয়েছে তাকে  নিয়োগ  দিতে আমার কোন আপত্তি নাই। প্রধান শিক্ষক ছায়েদুল হক বলেন -  কোরাম সংকটের কারনে  সভা স্থগিত  করা হয়েছে পুনরায় মিটিং ডেকে সবাই অনুমতি দিলে আমি নিয়োগ  দিয়ে দিবো । ম্যানেজিং কমিটির সভাপতি  ইব্রাহিম  খলিল  বলেন  -  কোরাম  সংকটের কারনে আমরা অনুমতি  দিতেপারছিনা পরবর্তী মিটং এ আইনগত ব্যবস্থা নিব ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  নাছির  উদ্দিন  কে মোবাইলে ফোন করে না পাওয়াতে তার বক্তব্য নেওয়া যায়নি ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাউফলে ড. মাসুদের প্রচেষ্টায় মুক্তি পেল ৩ ইউনিয়নবাসী