বশেমুরকৃবি'তে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শিক্ষকদের জয়লাভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক সমিতি ২০২৪ এর নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল শিক্ষকদের পূর্ণ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সোমবার নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ কমিটি ২০২৪ সালের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ পরিচালনা করবেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোপ্রসেসিং বিভাগের প্রফেসর ড. মো. অহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এগ্রিবিজনেস বিভাগের প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য। শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন ২৮ ডিসেম্বর’২৩ নির্বাচন অনুষ্ঠান এবং ২৬ ডিসেম্বর’২৩ প্রার্থীতা জমা ও প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করেন। নির্বাচনে অন্য কোন প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রফেসর ড. অহিদুজ্জামান ও প্রফেসর ড. দেবাশীষ চন্দ্র আচার্য্যরে নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।
শিক্ষক সমিতির অন্যান্য পদে নির্বাচিতগণ হলেন সহ-সভাপতি (১) পদে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আঃ মান্নান ও সহ-সভাপতি (২) পদে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে জেনেটিক্স এন্ড ফিস ব্রিডিং বিভাগের ড. মুহাম্মদ আবদুস ছালাম, যুগ্ম সম্পাদক (১) পদে গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক (২) পদে অ্যানিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগের ড. এস. এ. মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে অ্যানাটমী এন্ড হিস্টোলজী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহ্ আলম, দফতর সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজী বিভাগের ড. মোঃ নূরে আলম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জেনেটিক্স এন্ড ফিশ ব্রিডিং বিভাগের ড. সবুজ কান্তি মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের মো. রাশিদুল ইসলাম, গবেষণা সম্পাদক পদে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহি-উদ-দীন, এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন: (১) ফিশারিজ বায়োলজী এন্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. শাখাওয়াত হোসেন, (২) গাইনোকলজিস্ট অবস্ট্রটেক্সি এন্ড রিপ্রোডাক্টিভ হলেথ বিভাগের ড. মো. নাজমুল হক, (৩) কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের ড. মোহাম্মদ জিয়াউল হক, (৪) পরিসংখ্যান বিভাগের কেয়া রানী দাস ও (৫) কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের ড. সত্যেন মন্ডল। নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের সক্রিয় সহযোগীতা কামনা করেন।
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
