ইবি শিক্ষার্থীর 'বাংলা ওয়াশ' পণ্য থেকে ১% ফিলিস্তিনিদের জন্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকাদ্দেস হানিফ টলিন। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েছেন প্রায় দুই দশক আগে। বর্তমানে তিনি দেশের সনামধন্য প্রতিষ্ঠান এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।ইতোমধ্যে তার এএনএইচ গ্রুপের পণ্য ‘বাংলা ওয়াশ’ ডিটারজেন্ট দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এএনএইচ গ্রুপের পণ্যের মধ্যে রয়েছে কমোডো টয়লেট ক্লিনার, রে ডিশ ওয়াশ, রে হ্যান্ড ওয়াশ, ডুম ডিশ ওয়াশ, লিমো হ্যান্ড ওয়াশ, সোপি ডিটরজেন্ট ইত্যাদি। এসব পণ্যের মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সমৃদ্ধ করতে চান টলিন। দেশীয় পণ্যের বিক্রয় বাড়াতে গত প্রায় তিন বছর ধরে ‘দেশের টাকা দেশেই থাকুক’ এই স্লোগানে কাজ করে যাচ্ছে তার এএনএইচ গ্রুপ।এদিকে ২০২৩ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডে সফর করেছে। দুই দেশের মধ্যকার এই সিরিজে রয়েছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। ইতোমধ্যে ওয়ানডে ম্যাচ শেষ হলেও বাকি আছে টি-টোয়েন্টি ম্যাচগুলো। গতবারের ত্রিদেশীয় সিরিজে টাইটেল স্পন্সর ‘বাংলা ওয়াশ’ এবারো রয়েছে কো-স্পন্সর হিসেবে। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড ট্রাই সিরিজে বাংলা হরফে টাইটেল স্পন্সর হয়ে বিশ্ব মঞ্চে দৃষ্টান্ত স্থাপন করেন ‘বাংলা ওয়াশ’ ডিটারজেন্ট। এবারো মাঠে তাদের দেখা যাচ্ছে বাংলা হরফেই। মূলত বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই তাদের এই পৃষ্টপোষকতা।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এতো কিছুর মাঝেও অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন।গত ৩১ ডিসেম্বর ইবি ক্যাম্পাসে একাডেমিক কাজে আসলে একান্ত আলাপচারিতায় জানা যায় যে,
এএনএইচ গ্রুপের পণ্যের ১ শতাংশ মূল্য ফিলিস্তিনিদের জন্য প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেয় গ্রুপটি। এসব টাকা দূতাবাসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
সার্বিক বিষয়ে এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিন বলেন, বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত আমরা আবারও কো-স্পন্সর হিসেবে রয়েছি। দেশীয় পণ্যের বিক্রয় বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে করে শুধু এএনএইচ গ্রুপই না দেশীয় অন্যান্য মানসম্পন্ন কোম্পানির পণ্য কিনতেও ক্রেতারা যেন উদ্ভুদ্ধ হন। এছাড়া সকল পণ্য বিক্রয়ের ১% অর্থ ফিলিস্তিনি জনগণকে দেওয়া হচ্ছে। আশা করি আমাদের এসব উদ্যোগে সকলে সহযোগিতা করবে।
এমএসএম / এমএসএম

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়
Link Copied