ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ২:১২

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব, হাইমচরের নেতৃবৃন্দ। একইসাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের আহ্বায়ক জি. এম জহিরের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সদ্যসাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, এ কে আজাদ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সোহেল প্রমুখ। 

উপজেলা প্রেসক্লাব, হাইমচরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাহেদ হোসেন দিপু, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ রাসেল, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই।

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের মধ্যে একটি মডেল। যা চাঁদপুর জেলার সাংবাদিকদের মেলবন্ধন হিসেবে কাজ করে। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, দেশের চতুর্থ স্তম্ভ। যাদের কাজ হলো সমাজের বাস্তব চিত্র মানুষের মাঝে তুলে ধরা। সমাজের অসংগতি, হতাশা, দুঃখ, দুর্দশাসহ সার্বিক বিষয় প্রতিবেদন আকারে উপস্থাপন করা।

তিনি বলেন, একজন কলম সৈনিক-ই পারেন একটা সমাজের চিত্র পাল্টে দিতে। অসহায়, হতদরিদ্র মানুষের জীবনযাত্রার পরিবর্তন করতে। লেখনীর মাধ্যমে একজন সাংবাদিক সকল অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন ও নিপীড়নের অবসান করতে পারেন। ভূমিকা রাখতে পারেন সমাজ ও রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন মূলক কর্মকাণ্ডে। তাই আমরা আপনারা মিলে পরিবর্তন করে দিতে পারি অধ্যুসিত এ সমাজ ব্যাবস্থাকে। পাল্টে দিতে পারি সকল অসংগতির চিত্র।

তিনি বলেন, আমরা আপনাদের সেবা ও সহযোগিতায় নিয়োজিত। আপনাদের সার্বিক সহযোগিতায় সর্বদা আমাদের পাশে পাবেন। সকল ক্ষেত্রে মনে রাখতে হবে যেকোনো পট পরিবর্তনে চাই ঐক্যবদ্ধতা। আর মনের কথা প্রকাশ করার সুযোগ না থাকলেই ঐক্যবদ্ধতা হারায়।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ