ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ২:১২

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব, হাইমচরের নেতৃবৃন্দ। একইসাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের আহ্বায়ক জি. এম জহিরের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সদ্যসাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, এ কে আজাদ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সোহেল প্রমুখ। 

উপজেলা প্রেসক্লাব, হাইমচরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাহেদ হোসেন দিপু, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ রাসেল, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই।

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের মধ্যে একটি মডেল। যা চাঁদপুর জেলার সাংবাদিকদের মেলবন্ধন হিসেবে কাজ করে। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, দেশের চতুর্থ স্তম্ভ। যাদের কাজ হলো সমাজের বাস্তব চিত্র মানুষের মাঝে তুলে ধরা। সমাজের অসংগতি, হতাশা, দুঃখ, দুর্দশাসহ সার্বিক বিষয় প্রতিবেদন আকারে উপস্থাপন করা।

তিনি বলেন, একজন কলম সৈনিক-ই পারেন একটা সমাজের চিত্র পাল্টে দিতে। অসহায়, হতদরিদ্র মানুষের জীবনযাত্রার পরিবর্তন করতে। লেখনীর মাধ্যমে একজন সাংবাদিক সকল অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন ও নিপীড়নের অবসান করতে পারেন। ভূমিকা রাখতে পারেন সমাজ ও রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন মূলক কর্মকাণ্ডে। তাই আমরা আপনারা মিলে পরিবর্তন করে দিতে পারি অধ্যুসিত এ সমাজ ব্যাবস্থাকে। পাল্টে দিতে পারি সকল অসংগতির চিত্র।

তিনি বলেন, আমরা আপনাদের সেবা ও সহযোগিতায় নিয়োজিত। আপনাদের সার্বিক সহযোগিতায় সর্বদা আমাদের পাশে পাবেন। সকল ক্ষেত্রে মনে রাখতে হবে যেকোনো পট পরিবর্তনে চাই ঐক্যবদ্ধতা। আর মনের কথা প্রকাশ করার সুযোগ না থাকলেই ঐক্যবদ্ধতা হারায়।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু