ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফরিদপুর ১ আসনে প্রচার-প্রচারণা জমজমাট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১-২০২৪ বিকাল ৫:২২

ফরিদপুর ১আসন মধুখালী,বোয়ালমারী-আলফডাঙ্গায় নির্বাচনী প্রচার-প্রচারনা জমজমাট হয়ে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ’র) ডেপুটি রেজিষ্টার ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেবল নিজে নয় পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে উন্নয়ণের ধারা অব্যাহত রাখার জন্য ফরিদপুর ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা মো. আব্দুর রহমানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। 

আরও বলেন, আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে  নৌকায়  ভোট প্রদান করি। মির্জা নাহিদা হোসেন বন্যা আজ বিকেলে বোয়ালমারী বিভিন্ন উঠান বৈঠকে এ সব কথা বলেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের একটা কথা মনে রাখতে হবে ওই বিএনপি-জামাত সন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায়। আর আপনারা তার জবাব দেবেন। প্রতিটি ভোটার পরিবার-পরিজন নিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দেবেন কেউ যেন ঠেকাতে না পারে। তাদের উপযুক্ত জবাব দেবেন ভোটের মাঠে।

ফরিদপুর ১ আসনের আপনাদের প্রিয় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে ফরিদপুর ১ আসনের সকল নাগরিকের সেবা করার সুযোগ করে  দেওয়ার আহবান জানান। এই নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে, উন্নয়ণ দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। এ নৌকাই পারবে আপনাদের উন্নত জীবন দিতে, শান্তি সমৃদ্ধি দিতে। আপনারা  নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আগামীতে নৌকায় ভোট দেবেন এবং ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ আজকের নির্বাচন।

এসময়ে বোয়ালমারীর উপজেলার বিভিন্ন ইউনিয়ণের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, নারী নেত্রীরা ও বক্তৃতা করেন।এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ণ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন অঙ্গোসংগঠনের নেতৃবৃন্দ। প্রতিটি উঠান বৈঠকে হাজার হাজার  নারী-পুরুষের উপস্থিতিতে মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আরো বলেন, দুর্নীতির কারণে ২০০৮ সালে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩৩ আসন পেয়েছিল আর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পেয়েছিল ৩০টি আসন। 

আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভারসহ তাঁর সরকারের বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পের উল্লেখ্য করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মহামুল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে আব্দুর রহমানকে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।
ডা. বন্যা বলেন, আগামীতে মধুখালী বোয়ালমারী,আলফাডাঙ্গার অসমাপ্ত সকল রাস্তা ব্রীজ নির্মাণসহ নতুন নতুন সেতু পুনর্নিমাণ করার আশ্বাস দেন উপস্থিত জনগণকে। শুধু তাই নয় তিনি আরও বলেন, যে সকল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারনে কমলমতি ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় সমস্যা হচ্ছে। সেই সকল স্কুলের শিক্ষক সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি। এই আসনে মোট প্রার্থী পাচঁজন। ৫ জনের  মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আনন্দোলন নোঙ্গরের শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা’র প্রার্থী নুর ইসলাম সিকদার,স্বতন্ত্র প্রার্থী ঈগলের মো. আরিফুর রহমান দোলন,জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী আক্তারুজ্জামান খান। 

ফরিদপুর নির্বাচন অফিস সূত্র জানায়, বায়ালমারী,মধুখালী ও বোয়ালমারীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৯৮০ জনের মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯৯৬ জন। এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ৯৮৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৯৬ টি আর কক্ষ সংখ্যা অস্থায়ী ২১ টি স্থায়ী ১০০২ টি আর মোট কক্ষ সংখ্যা ১ হাজার ২৩টি। ফরিদপুর ১ আসনে নারীর  চেয়ে পুরুষের  ভোটার সংখ্যা বেশী বলে জানিয়েছে।

এমএসএম / এমএসএম

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু