নোয়াখালী-২
স্বতন্ত্রের কাঁচিতে কাঁটা পড়ার শঙ্কায় নৌকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী দুই বারের সংসদ সদস্য মোরশেদ আলমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে নিজ দলের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভুইয়া মানিক।
স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতাউর রহমান ভুইয়া মানিকের বিভিন্ন জনকল্যাণমুখী ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি,উপজেলা,ইউনিয়নের নিজ দলীয় নেতাদের নিজের পক্ষে নেয়াসহ বিভিন্ন উন্নয়নমুলক ও সাংগঠনিক কাজের বিপরীতে উপজেলায় নিজ দল আ.লীগে সাংগঠনিক ভিত্তি নষ্ট করা, কর্মীদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, পরিবারতন্ত্র, নির্বাচিত হওয়ার পর এলাকায় কম আসা, টিআর কাবিখা নিজ আত্মীয়স্বজনদের বিশেষ সুবিধা দেয়া, চাকরি বাণিজ্য, পরিবারের বিভিন্ন সদস্যদের শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে রাখা, নিজ বাড়ি পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা হওয়ার পরেও বিশেষ ক্ষমতাবলে সেনবাগ উপজেলা আ.লীগের সভাপতি হওয়া,স্থানীয় নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি, কমিটির দিয়ে পদ বাণিজ্য, ফ্রিডম পার্টিকে অর্থ দেয়া, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করা,নেতাকর্মীদের অবমূল্যায়ন করাসহ নানা অভিযোগ অভিযুক্ত সংসদ সদস্য মোরশেদ আলম। ভোটের সময় এই কয়দিন এলাকায় থাকলেও ভোট শেষে এলাকায় না এসে পাশ্ববর্তী বেগমগঞ্জ থানায় অবস্থিত মোরশেদ আলম কমপ্লেক্স বসে নেতাকর্মীদের সাথে দেখা করে আবার ঢাকায় চলে যেতেন এই প্রার্থী। ভোটের এই প্রচারণার মধ্যেও নিজে মাঠে ও ভোটারদের কাছে না গিয়ে নিজের সহোদর ও ছেলেদের জনসভায় দেখা যাচ্ছে- এমনটাই বলছেন সেখানকার নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে স্বতন্ত্র প্রার্থী মানিকের জনসমর্থন। একে একে তার পক্ষে যোগ দিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি প্রার্থী ড. জামাল উদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, পৌরসভা সাবেক মেয়র ও উপজেলা আ.লীগ সম্পাদক আবু জাফর টিপু,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিনসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে পাল্লা ভারি করেছেন মানিকের।
এবারের ভোটে বিএনপি-জামায়াতের প্রার্থী অংশ না নেয়ায় তাদের সমর্থকদের ভোট নিজেদের করতেও এই প্রার্থী চেষ্টা করছেন। এছাড়া আওয়ামী লীগের মাঝে যে চাপা ক্ষোভ আছে, ভোটে সে প্রভাব পড়লে বড় ব্যবধানে হারতে পারে নৌকা। অন্য দলগুলোর প্রার্থীরা ভোটের মাঠে থাকলেও আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের সাথে স্বতন্ত্র প্রার্থী মানিকের মূল লড়াই হবে। যদিও নৌকা প্রতীকের প্রার্থী এটাকে কোনো সমস্যা হিসেবে দেখতে রাজি নয়।
নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, সেনবাগ উপজেলা আ.লীগের সভাপতি। নির্বাচনে তার বড় হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন তার সহোদর এফবিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও মোরশেদ আলমের সন্তানরা।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান। নির্বাচনে তার বড় শক্তি উপজেলার নীতিনির্ধারণী পর্যায়ের দলীয় সকল নেতাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তৃণমূলের নেতাকর্মীরা।
সাইফুল ইসলাম নামের এক চাকরিজীবী বলেন, আমাদের জন্য ভোট গুরুত্বপূর্ণ তবে আমরা ভোট দিতে যাবো। এবারের নির্বাচন অংশগ্রহণ মূলক নির্বাচন। ভোটাররা যেনো নির্বিঘ্নে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে।
কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিলন হোসেন বলেন, ভোটের জন্য সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ জরুরি। আমাদের প্রার্থী যেখানেই যাচ্ছে মানুষ সাড়া দিচ্ছে। হামলা ভাংচুর নিয়মিত হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে মানুষ ভোটকেন্দ্রে আসবে না।
কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইয়া মানিক বলেন, 'আমাদের জন্য ভোটের সুষ্ঠু পরিবেশ নাই। প্রতিদিন কোথাও না কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। আমাদের অভিযোগ গুলো নিষ্পত্তি হচ্ছে না। প্রশাসন যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেয় তাহলে আমি জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ।'
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম (নৌকা), স্বতন্ত্র মোহা. আতাউর রহমান ভূঁইয়া (কাঁচি), জাসদের নাইমুল আহসান (মশাল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি), জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি)। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন।
এমএসএম / এমএসএম

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ
