ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শীতের দাপটে নাকাল হাইমচরের জনজীবন


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১২-১-২০২৪ রাত ৯:২০

জানুয়ারির প্রথম থেকেই বাড়ছে শীত। পৌষের শেষের শীতে কাঁপছে দেশ। সারাদেশের মধ্যে চাঁদপুরের হাইমচর উপজেলাও বাদ পড়েনি সেই কাঁপুনি থেকে। সূর্য যেন ছুটিতে গেছে।পৌষের হাড় কাঁপানো হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেশের বিভিন্ন স্থানের মতো জেঁকে বসা পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হাইমচর উপজেলার জনজীবন। হিমেল বাতাসের সাথে চলছে কুয়াশার দাপট। রাতে ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করতে হচ্ছে কস্ট করে।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। বিপাকে পরেছে ছিন্নমূল ও খেটে খাওয়া লোকজন। তবে এ বছর এখন পর্যন্ত সরকারি বা বে-সরকারিভাবে কোন শীতবস্ত্র বিতরণ করা হয়নি উপজেলার কোথাও।হাইমচর জনকল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন স্থানে কিছু কম্বল বিতরণ করা হলেও অভাবী মানুষের চাহিদা মিটেনি এখনও। তাই জনপ্রতিনিধি ও বিত্তবান শ্রেণির মানুষ সহায়তায় এগিয়ে আসলে উপকৃত হবে সাধারণ জনগণ।

বিস্বস্ত সূত্রে জানা গেছে, সরকারিভাবে উপজেলায় শীতবস্ত্র (কম্বল) বরাদ্দ পাওয়া গেলেও নির্বাচনণের সময়ে বিতরণে আচরণবিধি লঙ্ঘনের আশংকায় ওই সকল শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়নি। তবে খুব শীগ্রই সেগুলো জনসাধারণের মাঝে বিতরণ করা হবে।এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীত নিবারণের জন্য বাড়ছে গরম কাপড়ের চাহিদা। ছিন্নমূল ও খেটে খাওয়া লোকজন উপজেলা সদর আলগী বাজারসহ বিভিন্ন হাট বাজারের কাপড়ের দোকানে ভীড় করছেন শীতের পোশাক কিনতে। তাই সর্বত্রই জমে উঠেছে শীতের গরম কাপড় বেচাকেনা।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতারা দোকান ঘুরে দরদাম করে নতুন পুরাতন শীত বস্ত্র কিনছেন। সকল বয়সী এবং সকল শ্রেণি-পেশার ক্রেতাদেরই দেখা যাচ্ছে কাপড়ের দোকানগুলোতে।আলগী বাজারের ব্যবসায়ী নূরুল ইসলাম জানায়, নভেম্বর মাসে তাদের কেনাবেচা শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অন্যান্য বছরের চেয়ে এবছর গরম কাপড়ের দাম বেশি। চাহিদা অনুযায়ী মোকামে গরম কাপড় পাওয়া যাচ্ছে না। বাজারে কম দামী পোষাকের চাহিদা বেশি। জ্যাকেটের বেল পাইকারি কিনতে হয় ৮-১৫ হাজার টাকায়। এছাড়া কার্ডিগান ৬-১২ হাজার টাকা, হুডি ৩-৫ হাজার, মাফলার ২-৩ হাজার টাকা, টুপি দেড় থেকে ২ হাজার টাকা ও কম্বল ১২-২০ হাজার টাকায়।

ব্যবসায়ীরা জানান, শীতে বেচাকেনা বেশি হলে পণ্য বাকিও দিতে হয় তাদের। শীত নিবারণের জন্য সাধারণ মানুষ ছুটে আসে আমাদের কাছে। তাদের মধ্যে কেউ কেউ আমাদের পরিচিত হওয়ায় বাকী দেওয়া যায়। কিন্তু অপরিচিত হওয়ায় অনেককেই ফিরিয়ে দিতে হয়।রিক্সা চালক হারেস মিজি জানান, প্রচন্ড শীত, তবুও জীবিকার তাগিদে রিকশা নিয়ে বের হতে হয়। পরিবার ও ছেলে সন্তান কিংবা পেট তো আর শীত বুঝবে না। সময়মতো দুমুঠো খাবার খাওয়ার জন্য আমাদের এই শীত উপেক্ষা করে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়।

জলিল গাজী বলেন প্রচন্ড শীতেও আমরা সরকারি সহায়তা পাই না। শীত চলে গেলে বা হিমেল হাওয়া থেমে গেলে অনেকেই ফটোসেশান মুলক শীতবস্ত্র নিয়ে আসবে।চরাঞ্চলের শীত বিষয়ে ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলহাস সরকার জানান, অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের চরাঞ্চলে শীত বেশি পরে। এরমধ্যে আজ দু'দিন হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে কষ্টের রেখা। সীমাহীন দুঃখের সাথে পাল্লা দিয়ে চলছে তাদের জীবন। এখনই এদের শীতবস্ত্র প্রয়োজন। উপজেলা পরিষদ থেকে চিঠি পেয়েছি। দু-একদিনের মধ্যেই কম্বল সহ শীতবস্ত্র ব্যবস্থা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা জানান হাইমচরে সর্বসাধারণের মাঝে বিতরণের জন্য ১৫০শত কম্বল উপজেলায় পৌছেছে। কিন্তু নির্বাচনের কারনে আমরা সেগুলো বিতরণ করতে পারি নাই। ইউনিয়ন চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তাদের অনুকূলে কম্বল পৌঁছে দেওয়া হবে। একই সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বসাধারণের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, শীতের চলমান প্রকোপ শনিবার থেকেই কমতে শুরু করবে। আবার আগামী মঙ্গলবার থেকে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। ওই দিন দেশের কোথায়ও কোথাও মেঘ দেখা দিতে পারে।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ