ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মধুপুরে সংবাদ সম্মেলন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৪ বিকাল ৫:১৩

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং সদ্য কৃষি মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর  প্রকাশ্যে পেটানোর হুমকির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে মধুপুর উপজেলা আ’লীগ। 

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী।

লতিফ সিদ্দিকীকে ফ্যাসিস্ট- নাস্তিক অভিহিত করে তার আপত্তিকর,মানহানিকর, কুরূচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে  লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। 

মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মীর ফরহাদুল আলম মনি,সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য অধ্যাপক গোলাম ছামদানী, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোতালেব হোসেন. ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, কোনো সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে এ রকম অসম্মানজনক উক্তি সভ্য,ভদ্র মানুষ বলতে পারেন না। কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন মন্ত্রীর বিরুদ্ধে লতিফ সিদ্দিকী যা বলেছেন তা শিষ্টাচার বহির্ভূত ও বিবেক বিবর্জিত।পবিত্র হজ নিয়ে ইতোমধ্যে আপত্তিকর বক্তব্য, প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রীর আইটি  উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন এই লতিফ সিদ্দিকী। মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা তার হাতে লাঞ্ছিত হয়েছেন। অনেকেই তার কাছে অসম্মানিত হয়েছেন। মেয়র সিদ্দিক হোসেন খান তার এই উদ্ধত্যপূর্ণ আচরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বক্তব্য দিতে গিয়ে বলেন, লতিফ সিদ্দিকী অনেকটা মানসিক ভারসাম্যহীন। তার আপত্তিকর কুরূচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আন্দোলন করা হবে। দলীয়ভাবে পরামর্শ করে  আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি  কালিহাতী থানা থেকে আটককৃত নিজকর্মিদের ছাড়িয়ে নিতে থানার সামনের সড়কে সমর্থকদের নিয়ে অবচস্থান নেন বহিষ্কৃত আওয়ামী লীগের প্রেসিয়ামের  সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অবস্থানকালে তিনি কৃষিমন্ত্রী থাকাকালীন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাককে উদ্দেশ্য করে বলেন, রাজ্জাককে আমি পেটাব। কত বড় নেতা হইছে। আমার টাকায় লেখাপড়া কইরা, ওয়ান-ইলিভেনে সংস্কারবাদী হইছে। আমি  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে মাফ করিয়েছি। বেইমানের বাচ্চা ঘুস খেয়ে টাকা হইছে, ওর টাকা আমি ... ঢুকামু, ও তো আমারে চিনে না।

এমএসএম / এমএসএম

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১