ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৩:২৯
 অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। সাতক্ষীরা জেলার বৃহত্তম তালা উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে,পাটকেলঘাটা নামে আরো একটি নতুন উপজেলা গঠন করা হচ্ছে। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার গত ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চিঠি খুলনা বিভাগীয় কমিশনার সহ তালা উপজেলা প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। এদিকে উপজেলা ঘোষণার পর থেকে স্থানীয় উৎসুক সচেত মহলের মধ্যে মৌখিক ও ফেসবুকে চলছে জায়গা নির্ধারণের  মতামত।
 
সূত্র জানায়,২০০৪ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)আসনের  তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১১৬ নং স্মারকে ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ২০২১ সালের ২২ আগষ্ট ১৮৫ নং স্মারকে সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে বিভক্ত করে পাটকেলঘাটা নামে নতুন উপজেলা গঠনের দাবী জানিয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত আবেদন করেন। জানা যায়,তালা উপজেলার  পাঁচটি ইউনিয়ন যথাক্রমে, সরুলিয়া,ধানদিয়া,নগরঘাটা,কুমিরা ও খলিশখালি ইউনিয়ন নিয়ে গঠিত পাটকেলঘাটা থানাটি। যা বর্তমান উপজেলা সদর থেকে অনেক দূরে হওয়ায় প্রশাসনিক সহ নিত্যনৈমিত্তিক অতি প্রয়োজনীয় কাজে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। প্রসঙ্গত উপজেলার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র হিসেবে ১৮৪০ সালে কপোতাক্ষ নদের তীরে  পাটকেলঘাটা বাজার গড়ে ওঠে।
 
এ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে পাটকেলঘাটা উপজেলা করার দাবী করে আসছে।তালা উপজেলা সদরের পাশাপাশি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন পাটকেলঘাটা এলাকাটি ব্যাবসা বাণিজ্য,শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় পরিণত হয়েছে।এলাটির গুরুত্ব বিবেচনায় ১৮৮৯ সালের ২২ জুলাই উপজেলা ভূমি অফিস,১৯৮৬ সালের ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ও ২০০৫ সালের ৫ অক্টোবর পাটকেলঘাটা নামের নতুন একটি থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ৩৪৪,১৫ বর্গ কিলোমিটার আয়তনের তালা উপজেলা ১২ ইউনিয়নের ২২৯ টি গ্রামে বর্তমান জনসংখ্যা ৩,৪৩,০৫৭ জন। অন্যদিকে এ উপজেলার বুক চিরে বহমান আবারো মৃত মুখে ধাবিত কপোতাক্ষ নদ ও খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি উপজেলাকে প্রায় দুই ভাগে বিভক্ত করেছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ  বলেন,তালা উপজেলার ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত পাটকেলঘাটা থানাটি উপজেলায় উন্নিত হলে মানুষের দুর্ভোগ লাঘবসহ তাদের দীর্ঘ দিনের স্বপ্ন যেমন পূরণ হবে সেই সাথে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সরকারী সেবা জনগণের দোরগোড়ায় দ্রুততার সাথে পৌছানো সম্ভব হবে।একই সাথে এলাকার সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমি চাই পাটকেলঘাটা উপজেলা দ্রুত বাস্তবায়ন হোক।সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এটি বাস্তবায়ন হলে এলাকার মানুষ আরো বেশি উন্নয়ন দেখতে পাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন,তালা উপজেলা বিভক্ত করে পাটকেলঘাটা উপজেলা ঘোষনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)অনুমোদন হলে আনুষ্ঠানিক ভাবে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকেলঘাটা নতুন উপজেলা ঘোষণা করবেন। সব মিলিয়ে  পাটকেলঘাটা থানার পাঁচটি ইউনিয়নে বসবাসকারী। কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আশা উপজেলা বাস্তবায়নের খবরে।এলাকার উৎসুক জনতা ডিজিটাল বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার