ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সিঁধ কেটে স্বর্ণ-টাকা চুরি, বীর মুক্তিযোদ্ধাকে মারধর


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২১ রাত ৮:২৮

টাঙ্গাইলের ভূঞাপুরে একই রাতে একাধিক বাড়িতে সিঁধ কেটে প্রায় সাড়ে ৯ ভরি স্বর্ণ ও ৬২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ কাজে বাধা দেয়ায় বাড়ির মালিক বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছামাদ মাস্টারকে নেশাগ্রস্ত করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে-মাদকসেবী পাপন ও মাসুদের বিরুদ্ধে। গত শনিবার (৭ আগস্ট) রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছামাদ মাস্টারের বড় ছেলে আব্দুল হাকিম বলেন, আমাদের ঘরে থাকা স্বর্ণ, নগদ টাকা চুরি করে নিয়ে যায় ওই দুজন। এছাড়া আমার বাবাকে মারধর করে আহত করেছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় গত রোববার পাপন ও মাসুদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ মাস্টার (মসজিদের ইমাম) বলেন, ৭ ‍আগস্ট রাত আনুমানিক ২টার দিকে তারা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ‍আমার নাকের কাছে কী যেন চেপে ধরে পাপন ও মাসুদ। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মারধর করে আমার কাছ থেকে আলমারি ও ট্রাঙ্কের চাবি নিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়।

আরেক ভুক্তভোগী আব্দুল হাই বলেন, একই রাতে আমার বাড়িতেও আনুমানিক দেড়টার দিকে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে পাপন ও মাসুদ ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ, ১২ হাজার টাকা, গুরুত্বপূর্ণ ৩টি জমির দলিলসহ কয়েকটি জাতীয় পরিচয়পত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার মেয়ে দেখে ফেললে মেরে ফেলার হুমকি দেয়।

স্থানীয় ও প্রতিবেশীরা জানান, পাপন ও মাসুদ গ্রামের বখাটে যুবক। তারা বিভিন্ন সময় চুরিসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। গত শনিবার একজন বীর মুক্তিযোদ্ধা ও মসজিদের ইমামের বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে। শুধু এ মুক্তিযোদ্ধার বাড়িতেই নয়, এর আগে আরো কয়েকজনের বাড়ি থেকে লুটপাট ও মোবাইল চুরির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তবে তারা যেন এমন কর্মকাণ্ড ভবিষ্যতে আর না করতে পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পাপন ও মাসুদের চাচা ছরোয়ার হোসেন চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, চুরির বিষয়ে আমি কিছু জানি না।

অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ চুরির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সালিশে বসার কথা হয়েছিল। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তবে একজন বীর মুক্তিযোদ্ধা ও মসজিদের ইমামকে মারধরের তীব্র নিন্দা জানান তিনি।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মো. জিলকদ জানান, চুরির অভিযোগের রিপোর্ট থানার অফিসার ইনচার্জের কাছে জমা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ

বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান