ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মধুপুর বড়বাইদ এতিমখানা ও মাদরাসার বার্ষিক খতমে বুখারি ও সম্মাননা প্রদান


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ১১:৫৭

হাদিস বিজ্ঞানের শ্রেষ্ঠতম কালজয়ী গ্রন্থ সহি বুখারি শরিফের খতম উপলক্ষে বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদরাসা ও এতিমখানা'র বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বেরিবাইদ ইউনিয়নের পাহাড়ি  বনাঞ্চলের গভীর অরন্যে মাঝে মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুস ছালাম রাজী রহ: এর প্রতিষ্ঠিত বড়বাইদ এতিমখানা।শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় বড়বাইদ এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী আজিুশ্বান খতমে বুখারীর আয়োজন করা হয়। 

খিলগাতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শিবলী রব্বানী এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে সম্মাননা প্রদান, পাগড়ী পড়ানো ও দোয়া সহ দ্বীনি আলোচনা করেন বরিশাল ছারছীনা দারুসসুন্নাত জামেয়া শাইখুল হাদীস আলহাজ্ব মুফতি সিরাজুম মুনীর তাওহীদ (নাজিরপুরী হুজুর) 

অনুষ্ঠানে মাওলানা আবু সালেহ বিন ইসহাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা করেন ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ শেখ, বড়বাইদ জামিয়া প্রিন্সিপাল মাওলানা ইমান আলী, মুফতি রুহুল আমীন ছালেহী, সিনিয়র মুহাদ্দিস ড. মাওলানা মোফাজ্জের হোসাইন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ টাঙ্গাইল জেলা শাখার আমীর আলহাজ্ব ডা. আব্দুস সামাদ, কাকরাইদ বিএডিসি'র খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম তকী।

ছাত্রদের উদ্দেশ্যে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে মুফতি সিরাজুম মুনীর বলেন, মাদরাসায় পড়াশোনা করার যে সুযোগ আপনাদের হয়েছে, আজ আলেম হয়েছেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমি দোয়া করি, ইলমের বড়ত্ব নয়, ইলমের নূর আসুক আপনাদের অন্তরে।

আল্লাহ তাআলা যোগ্যতা দেখেন না, অন্তর দেখেন, যোগ্যতা কোনো বড় ব্যাপার নয়, অন্তর বিশুদ্ধ থাকাই বড় বিষয়। অন্তর বিশুদ্ধ থাকলে আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের বড় বড় খেদমত আঞ্জাম দেয়ার তাওফীক দেবেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কম যোগ্যতাসম্পন্ন আলেমদের দ্বারাও আল্লাহ তাআলা বড় বড় কাজ নিয়েছেন। সুতরাং আপনারা আপনাদের অন্তর পরিশুদ্ধ করার চেষ্টা করুন।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি এবারে ৩য় তম বার্ষিক খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে। এ বছর মাদরাসা থেকে ৫ জন দাওরা হাদীস, ১ জন ইফতা সম্পন্ন করেন। এ সময অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সকল বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১