ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মধুপুর বড়বাইদ এতিমখানা ও মাদরাসার বার্ষিক খতমে বুখারি ও সম্মাননা প্রদান


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ১১:৫৭

হাদিস বিজ্ঞানের শ্রেষ্ঠতম কালজয়ী গ্রন্থ সহি বুখারি শরিফের খতম উপলক্ষে বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদরাসা ও এতিমখানা'র বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বেরিবাইদ ইউনিয়নের পাহাড়ি  বনাঞ্চলের গভীর অরন্যে মাঝে মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুস ছালাম রাজী রহ: এর প্রতিষ্ঠিত বড়বাইদ এতিমখানা।শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় বড়বাইদ এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী আজিুশ্বান খতমে বুখারীর আয়োজন করা হয়। 

খিলগাতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শিবলী রব্বানী এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে সম্মাননা প্রদান, পাগড়ী পড়ানো ও দোয়া সহ দ্বীনি আলোচনা করেন বরিশাল ছারছীনা দারুসসুন্নাত জামেয়া শাইখুল হাদীস আলহাজ্ব মুফতি সিরাজুম মুনীর তাওহীদ (নাজিরপুরী হুজুর) 

অনুষ্ঠানে মাওলানা আবু সালেহ বিন ইসহাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা করেন ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ শেখ, বড়বাইদ জামিয়া প্রিন্সিপাল মাওলানা ইমান আলী, মুফতি রুহুল আমীন ছালেহী, সিনিয়র মুহাদ্দিস ড. মাওলানা মোফাজ্জের হোসাইন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ টাঙ্গাইল জেলা শাখার আমীর আলহাজ্ব ডা. আব্দুস সামাদ, কাকরাইদ বিএডিসি'র খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম তকী।

ছাত্রদের উদ্দেশ্যে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে মুফতি সিরাজুম মুনীর বলেন, মাদরাসায় পড়াশোনা করার যে সুযোগ আপনাদের হয়েছে, আজ আলেম হয়েছেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমি দোয়া করি, ইলমের বড়ত্ব নয়, ইলমের নূর আসুক আপনাদের অন্তরে।

আল্লাহ তাআলা যোগ্যতা দেখেন না, অন্তর দেখেন, যোগ্যতা কোনো বড় ব্যাপার নয়, অন্তর বিশুদ্ধ থাকাই বড় বিষয়। অন্তর বিশুদ্ধ থাকলে আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের বড় বড় খেদমত আঞ্জাম দেয়ার তাওফীক দেবেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কম যোগ্যতাসম্পন্ন আলেমদের দ্বারাও আল্লাহ তাআলা বড় বড় কাজ নিয়েছেন। সুতরাং আপনারা আপনাদের অন্তর পরিশুদ্ধ করার চেষ্টা করুন।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি এবারে ৩য় তম বার্ষিক খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে। এ বছর মাদরাসা থেকে ৫ জন দাওরা হাদীস, ১ জন ইফতা সম্পন্ন করেন। এ সময অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সকল বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী