চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খাদ্যমন্ত্রণালয়ের এনডিসি, সচিব মোঃ ইসমাইল হোসেন। মতবিনিময় সভায় সচিব ইসমাইল হোসেন বলেন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল এর বাজার মুল্য নিয়েন্ত্রণে সকল ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সরকারকে সহযোগিতা না করে কেউ যদি সিন্ডিকেট করে বাজার অস্থির করলে সে যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার এবিষয়ে কঠর অবস্থানে রয়েছে
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন।
তিনি বলেন, ‘হঠাৎ অসভাবিক দাম বাড়িয়ে বাজার অস্থির করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিলগেটে বিক্রয় করা চালের বস্তায় তারিখ ও দাম উল্লেখ করতে হবে। সারা দেশে মনিটরিং জোরদার করা হয়েছে।
‘ধানের দাম বৃদ্ধির বিষয়ে মিলমালিকদের অভিযোগের প্রেক্ষিতে খাদ্যমন্ত্রনালয়ের সচিব বলেন মিল মালিক ও ব্যবসায়ীরা ইচ্ছেমতো চালের দাম নিদ্ধারণ করতে পারবে না। যারা বাজার অস্থির করার চেষ্ঠা করবেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সচিব বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা।দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই আন্তরিকতার সাথে কাজ করলে দ্রব্যমূল্য খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রনালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদিপ কুমার দাস, খাদ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আল মামুন,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড)খাদ্য মোঃ জহিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন,নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন,মোজাম্মেল অটো রাইস মিলের মালিক হারুন অর রশিদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সহ চাঁপাইনবাবগঞ্জ চাউল মিল মালিকেরা।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
