ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দৃ‌ষ্টিপ্রতিব‌ন্ধি সংস্থা ডি‌ডিএইচআরও এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৪:৩৬

একতাই দেশ গ‌ড়ি, প্রতিবন্ধি ব‌্যা‌ক্তি‌দের উন্নয়‌নের সা‌থে সম্পৃক্ত ক‌রি স্লোগান‌কে সাম‌নে রে‌খে সাভা‌রে ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন ক‌রে‌ছে ডি‌জেবল ডে‌ভেলপম‌্যান্ট এন্ড হিউম‌্যান রি‌সার্চ অর‌গেনাই‌জেশন ডি‌ডিএইচআরও।

২৭ জানুয়ারী শ‌নিবার বেলা ১১টায় সাভার উপ‌জেলা অ‌ডি‌টো‌রিয়া‌মে ডি‌জেবল ডে‌ভেলপম‌্যান্ট এন্ড হিউম‌্যান রি‌সার্চ অর‌গেনাই‌জেশন ডি‌ডিএইচআরও এর ৬ষ্ঠতম
প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ রুকন উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে ও  সাধারণ সম্পাদক শার‌মিন আক্তা‌রের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রূপা‌লি ব‌্যাং‌ক লিঃ এর প্রিন্সিফাল অ‌ফিসার আবুল কা‌শেম ভূইয়া, বি‌শেষ অ‌তি‌থি জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সরকার ও রাজনী‌তি বিভা‌গের সহকারী অধ‌্যাপক, মোঃ কামরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের গ‌ণিত বিভা‌গের সহকারী অধ‌্যাপক, প্রকৃ‌তি বিশ্বাস, সাভার উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার মোঃ শিব‌লিজ্জামান, সাভার উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান, ডি‌ডিএইচআরও এর সহ-সভাপ‌তি এড‌ভো‌কেট চৌধুরী মোঃ আ‌সিফ ইকবাল, সাংগঠ‌নিক সম্পাদক র‌বিন খান প্রিন্স, শিক্ষা ও আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক তাস‌লিমা সুলতানা মিতু, দপ্তর সম্পাদক মোঃ মোশাররফ হো‌সেন, ত্রান ও সমাজকল‌্যান বিষয়ক সম্পাদক এইচ এস এম ডি রোমান প্রমূখ।

ডি‌জেবল ডে‌ভেলপম‌্যান্ট এন্ড হিউম‌্যান রি‌সার্চ অর‌গেনাই‌জেশন ডি‌ডিএইচআরও এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন উপল‌ক্ষে দিনব‌্যা‌পি কুইজ, রচনা প্রতি‌যো‌গিতা ও পুরস্কার বিতরন অনু‌ষ্ঠিত হয়।

সংগঠ‌নের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ রুকন উ‌দ্দিন তার বক্ত‌ব্যে ব‌লেন, এ‌দে‌শের আঠা‌রো কো‌টি মানু‌ষের ম‌ধ্যে দশ ভাগ মানুষই প্রতিবন্ধী। দশ ভাগ হি‌সে‌বে এক কো‌টি ষাট লাখ প্রতিব‌ন্ধি‌র এই বিশাল জন‌গোষ্ঠি‌কে পেছ‌নে রে‌খে স্মার্ট বাংলা‌দেশ গড়া কো‌নোভা‌বেই সম্ভব নয়।

সংগঠন‌টি প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের আই‌নের সুরক্ষা প্রদান এবং অ‌ধিকার আদা‌য়ের ল‌ক্ষ্যে ই‌তিম‌ধ্যেই সু‌প্রিম কো‌র্টের বেশ কিছু সংখ‌্যক আইনজীবীর সমন্ব‌য়ে "ল" বোর্ড গঠন ক‌রা হয়ে‌ছে। "ল" বোর্ডের মূল লক্ষ‌্য হ‌লো প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌র সুরক্ষা ও অ‌ধিকা‌র আদা‌য়ের ল‌ক্ষ্যে প্রণীত আইন সম্প‌র্কিত জ‌টিলতা নিরস‌নে আইনগত পদ‌ক্ষেপসহ প্রতিবন্ধী ব‌্যা‌ক্তির পা‌রিপা‌র্শ্বিক, পা‌রিবা‌রিক,  ব‌্যা‌ক্তিগত ও আইনগত সহায়তা এবং রা‌ষ্ট্রের উচ্চ পর্যা‌য়ের সা‌থে সম‌ঝোতার বিষ‌য়ে পদ‌ক্ষেপ গ্রহন করা। বি‌ভিন্ন জাতীয় ও আন্তর্জা‌তিক দিবসে প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের জন‌্য  জাতীয় ও আন্তর্জা‌তিক স্বীকৃত দিবসগু‌লো পালন করা। প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের নি‌য়ে বি‌ভিন্ন খেলায় অংশ গ্রহন করা।

প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের যুব প্রশিক্ষ‌নের মাধ‌্যমে কর্মসংস্থান নি‌শ্চিত করা যেমন, গবাদী পশু পালন, মৎষ‌্য চাষ, মাশরুম চাষ, শা‌রিরীক প্রতিবন্ধী‌দের ই‌লেক‌ট্রিক প্রশিক্ষন, প্রতিবন্ধী নারী‌দের পার্লার প্রশিক্ষন ও প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের উ‌দ্যোক্তা হি‌সে‌বে গ‌ড়ে তোলার প্রচেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে (ডি‌ডিএইচআরও)।

প্রতিবন্ধী উন্নয়ন মানবা‌ধিকার বিষয়ক গ‌বেষনার সংস্থা সংগঠন‌টি প্রতিষ্ঠার প‌র থে‌কে মানবা‌ধিকার বিষ‌য়ে এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে প্রতি‌বেদন প্রকাশ করার জন‌্য । আমা‌দের শিক্ষা কার্যক্রম যেটা ইং‌রেজী শিক্ষার পাশাপা‌শি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালু করা, প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের মা‌ঝে ক‌ম্পিউটার প্রশিক্ষন, স্মার্ট ফোন ব‌্যাবহা‌রের প্রশিক্ষন, প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌রা যেন মানবা‌ধিকার সুরক্ষা পায় সেই ল‌ক্ষ্যে মানবা‌ধিকার বিষ‌য়ে গ‌বেষনা ক‌রে প্রতি‌বেদন প্রকাশ করা সংগঠন‌টির নিয়‌মিত কাজ থাক‌বে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১