দৃষ্টিপ্রতিবন্ধি সংস্থা ডিডিএইচআরও এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
একতাই দেশ গড়ি, প্রতিবন্ধি ব্যাক্তিদের উন্নয়নের সাথে সম্পৃক্ত করি স্লোগানকে সামনে রেখে সাভারে ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ডিজেবল ডেভেলপম্যান্ট এন্ড হিউম্যান রিসার্চ অরগেনাইজেশন ডিডিএইচআরও।
২৭ জানুয়ারী শনিবার বেলা ১১টায় সাভার উপজেলা অডিটোরিয়ামে ডিজেবল ডেভেলপম্যান্ট এন্ড হিউম্যান রিসার্চ অরগেনাইজেশন ডিডিএইচআরও এর ৬ষ্ঠতম
প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালি ব্যাংক লিঃ এর প্রিন্সিফাল অফিসার আবুল কাশেম ভূইয়া, বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক, মোঃ কামরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক, প্রকৃতি বিশ্বাস, সাভার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিবলিজ্জামান, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান, ডিডিএইচআরও এর সহ-সভাপতি এডভোকেট চৌধুরী মোঃ আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক রবিন খান প্রিন্স, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাসলিমা সুলতানা মিতু, দপ্তর সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এইচ এস এম ডি রোমান প্রমূখ।
ডিজেবল ডেভেলপম্যান্ট এন্ড হিউম্যান রিসার্চ অরগেনাইজেশন ডিডিএইচআরও এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপি কুইজ, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুকন উদ্দিন তার বক্তব্যে বলেন, এদেশের আঠারো কোটি মানুষের মধ্যে দশ ভাগ মানুষই প্রতিবন্ধী। দশ ভাগ হিসেবে এক কোটি ষাট লাখ প্রতিবন্ধির এই বিশাল জনগোষ্ঠিকে পেছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়।
সংগঠনটি প্রতিবন্ধী ব্যাক্তিদের আইনের সুরক্ষা প্রদান এবং অধিকার আদায়ের লক্ষ্যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বেশ কিছু সংখ্যক আইনজীবীর সমন্বয়ে "ল" বোর্ড গঠন করা হয়েছে। "ল" বোর্ডের মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যাক্তির সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে প্রণীত আইন সম্পর্কিত জটিলতা নিরসনে আইনগত পদক্ষেপসহ প্রতিবন্ধী ব্যাক্তির পারিপার্শ্বিক, পারিবারিক, ব্যাক্তিগত ও আইনগত সহায়তা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সাথে সমঝোতার বিষয়ে পদক্ষেপ গ্রহন করা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত দিবসগুলো পালন করা। প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে বিভিন্ন খেলায় অংশ গ্রহন করা।
প্রতিবন্ধী ব্যাক্তিদের যুব প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা যেমন, গবাদী পশু পালন, মৎষ্য চাষ, মাশরুম চাষ, শারিরীক প্রতিবন্ধীদের ইলেকট্রিক প্রশিক্ষন, প্রতিবন্ধী নারীদের পার্লার প্রশিক্ষন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে (ডিডিএইচআরও)।
প্রতিবন্ধী উন্নয়ন মানবাধিকার বিষয়ক গবেষনার সংস্থা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানবাধিকার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন প্রকাশ করার জন্য । আমাদের শিক্ষা কার্যক্রম যেটা ইংরেজী শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালু করা, প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্পিউটার প্রশিক্ষন, স্মার্ট ফোন ব্যাবহারের প্রশিক্ষন, প্রতিবন্ধী ব্যাক্তিরা যেন মানবাধিকার সুরক্ষা পায় সেই লক্ষ্যে মানবাধিকার বিষয়ে গবেষনা করে প্রতিবেদন প্রকাশ করা সংগঠনটির নিয়মিত কাজ থাকবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত
চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের
নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত
ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই
সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ
শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে
বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা