চৌগাছায় ঐতিহ্যবাহী গুড়ের মেলা ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি
![](/storage/2024/January/ZwaB4xSPRpqszTQI0de1Q72tuEHNka4Xp723jdfa.jpg)
খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। গুড়ের মেলা কেন্দ্র করে আজ শনিবার বেলা ১২ টায় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে আগামী ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, ২৯ জানুয়ারি সকাল ১০ টায় যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার স্যার মেলার উদ্বোধন করবেন। এছাড়া ৩০ জানুয়ারি মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি আরো জানান, যশোরসহ অত্র অঞ্চল খেজুর গুড়ের জন্য বিখ্যাত। গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গাছিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি গুড়ের মেলার ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমে লেখালেখির আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।প্রসঙ্গতঃ সেভ দ্য ট্র্যাডিশন অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবুবকর যশোর অঞ্চলের খেজুর গাছ ও সংশ্লিষ্ট গাছিদের নিয়ে গবেষণা শুরু করেন। প্রতিটি গ্রামে গিয়ে গাছিদের নিয়ে শুরু করেন উঠান বৈঠক। এছাড়া খেজুর গাছ রক্ষা ও গাছিদের নিয়ে তিনি আন্দোলনও শুরু করেন।
ওই সময় তিনি তথ্য প্রকাশ করেন অত্র অঞ্চলে একদশক আগেও খেজুর গাছের সংখ্যা ছিল প্রায় দেড় লাখের বেশী। বর্তমানে প্রায় ৫৫ হাজার খেজুর গাছ রয়েছে। এছাড়া এক দশক আগেও ৪ থেকে ৫ হাজার গাছি থাকলেও নানা কারনে সেই সংখ্যা মাত্র ৮’শ ৫০ এ দাঁড়িয়েছে। তিনি বলেন খেজুর গাছ রক্ষা, গাছিদের উন্নয়ন ও গুড় বাজারযাতের নিশ্চয়তা প্রদান করা হলে খেজুর গাছের প্রতি আগ্রহ তৈরি হবে। একই সাথে গুড়ের উৎপাদনও বৃদ্ধি পাবে।
খেজুর গাছ নিয়ে তাঁর এই আন্দোলন ও গবেষণার বিষয়টি তিনি সাবেক নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার কাছে অবহিত করেন। একই সাথে খেজুর গাছ রক্ষা ও গাছিদের উন্নয়নের সহযোগিতা কামনা করেন। সেসময় নির্বাহী কর্মকর্তা তাঁর এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করেন। সেই কার্যক্রমের ধারাবহিকতায় গত বছরের ১৬ ও ১৭ জানুয়ারি খেজুর গুড়ের মেলার আয়োজন করা হয়। একই সাথে খেজুর গাছ রোপন ও গাছিদের সহযোগিতা করা হয়।
এমএসএম / এমএসএম
![](/storage/2025/February/rOBnZDqLZvlrMBpjLYmkxzCx4JTS5ZBLaUqphUw9.jpg)
বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের
![](/storage/2025/February/mtinsDiENoroMzS4uj93FA0BVyMIBIh7jr67Qvpn.jpg)
ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা
![](/storage/2025/February/HcCUCJZE1Carcb6iAhfUQiBsmB1o7K92MCNSBYoT.jpg)
চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
![](/storage/2025/February/5yV8x4wxIHQYjyvXUcufUNIu58AAzzfn6reqMElX.jpg)
তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা
![](/storage/2025/February/KjOTwbDRlucv8EYSKoYGpgFC6eAHRR8OejTYBIoU.jpg)
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
![](/storage/2025/February/bhBkr62KMvrMdQrb74uCjE06tCEOIkeykywMa44u.jpg)
২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান
![](/storage/2025/February/b3qQ72hejkMjmx79E9g6SzoUe6LnWWFcXjNFSJ1L.jpg)
মোবাইল কোর্টের অভিযান
![](/storage/2025/February/A4OZ1xIqmFNHPFJ1o4CjxfsDQH2qqxuWpMRu2J2l.jpg)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা
![](/storage/2025/February/byOGmsOVjIexyirk1rkkIZypICcjLbXHAj3cMBQw.jpg)
রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন
![](/storage/2025/February/z1a12AuBEzHEySV20dpfJ85Dzan6zrJADu7LDtvO.jpg)
গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
![](/storage/2025/February/WLBAaVa6mmwYCLNKXFQMTnRHktBfaCp26e7GyLH2.jpg)
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন
![](/storage/2025/February/fJgji2IuMAXmxEMFuIFVRrJ7OxcMr0E6sfPk1mBe.jpg)
বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
![](/storage/2025/February/SrYKB6PzFsSxJu7EMVrzwBM6bvxMsmEyuVA6ZDlQ.jpg)