ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিটিভি শিল্পীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ৪:২

চট্টগ্রাম জেলা পরিষদ  চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম বলেছেন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম বিটিভির নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম সাংস্কৃতি চর্চায় অনেক দূর এগিয়ে, তারা যদি পৃষ্ঠপোষকতা পায় তারা  দেশের গন্ডি  পেরিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে এ কথা বলেন।  
২৭ জানুয়ারী ২০২৪ (শনিবার) গার্ডেনভিউ পার্কে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম এর আয়োজনে সারা দিনব্যাপি- বিটিভিতে চূড়ান্ত তালিকায় স্থান প্রাপ্ত ৯১ জন সংগীত শিল্পীকে  সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সাংস্কৃতিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় ও বিটিভির উপস্থাপিকা দিলরুবা খানম ছুটির উপস্থাপনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি. এম পেয়ারুল ইসলাম। উদ্বোধন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার  হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজমী,  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম-পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, অগ্রণী ব্যাংক সহ মহাব্যাবস্থাপক বিজয় বড়ুয়া, সংগীত শিল্পী ও শিল্পপতি রিয়েজ ওয়াইজ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দীন, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক এম এ কাইয়ুম, এলএফ কেন্দ্রীয় সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, চট্টগ্রাম জর্জ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সেলিম উদ্দীন চৌধুরী, শিল্পী সংবর্ধনা কমিটির আহবায়ক আর. কে. জুয়েল, সদস্য সচিব এস. কে. মানিক, বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়নের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মিয় গুরু দিপানন্দ ভিক্ষু, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় নেতা কবি সুলতান আহমদ কমল, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, আমিনুল ইসলাম লিটন, এডভোকেট আব্দুল গফুর তালুকদার, আয়মন ওসমান, বিদ্যুৎ দেব, শিল্পী জয় দত্ত দীপ্ত, রুবেল চৌধুরী, ইমতিয়াজ ফারুকী, শিল্পী সুকুমার দে, শিল্পী সুধামা দাশ সুজন, জুয়েল দ্বীপ, শিল্পী মৌ: চৌধুরী, নুপুর আকতর, আবৃত্তিকার সোমা মুৎসুদ্দি, ইমরান সোহেল, রতন বড়ুয়া, শিল্পী বেবি মজুমদার নুপুর প্রমুখ। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন সুরকার ও  সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসী, কণ্ঠ শিল্পী ইকবাল পিন্টু, গীতিকার শেখ নজরুল ইসলাম মাহমুদ প্রমুখ। বিটিভির তালিকাভুক্ত হওয়ায় সংবর্ধনা প্রাপ্ত সংগীত শিল্পীরা হলেন 
 দেবাশীষ চৌধুরী, রুবেল চৌধুরী,  আনিকা দাশ চৌধুরী ,উচ্ছ্বাস বড়ুযা, অঙ্কিতা আচার্য্য, বেবী দাশ মজুমদার নুপুর, মনি সেন, স্বস্তিকা দাশ ,প্রিয়া  ভৌমিক,  পৃথূলা  বিশ্বাস, নিশা চক্রবর্তী,  সমাপ্তি বড়ুয়া,  ঋতু সাহা , অমিত আচার্য্য,  কৌশিক দত্ত,  কেয়া লাহাড়ি, সুমিত্রা বিশ্বাস,  সুশান্ত চৌধুরী শুভ,  কেয়া দাশ চৌধুরী, দিলীপ বড়ুয়া, ঐন্দ্রিলা চৌধুরী,  জুসি বড়ুয়া,   জয় দত্ত দীপ্ত,   গিয়াস উদ্দিন কাজল,  জুলিয়ানা ছাদেক সুমা, সুরঞ্জন মুৎসুদ্দি, চন্দনা চক্রবর্তী,  হিরন্ময় আচার্য,  দীপংকর চক্রবর্তী , চন্দন বড়ুয়া, সুকুমার দে,  সুচয়ন দে, রাজীব মজুমদার,  ফাল্গুনী মজুমদার, শারমিন চৌধুরী, স্নিগ্ধা দাশ পূজা, উম্মে কাউসার নিঝুম, ঐশী রক্ষিত,  সৈয়দা হুজ্জাতুন নূর,   মোহাম্মদ সাইফুদ্দিন,  উম্মে সালমা তানিয়া,  সুরঞ্জিত রায় চৌধুরী,  বিবরণ কান্তি দাস, শিমলী দাশ,
আসমা আরা পারভিন,  সুপর্ণা বড়ুয়া, তাপস চৌধুরী,  অর্পিতা দেবী দোলা, রুম্পী চৌধুরী,  শ্রাবন্তী শীল,মানিক নন্দী,নোবেল আচার্য্য, নাজরাতুন নাঈম তিভা,  ইফতেখাব মান্না, রনি গুহ, ইশিতা পাল, থোয়াইমং প্রু মারমা,  লূপর্ণা মূৎসূদ্দী লোপা, হিমেল মন্ডল, দোলা দেব, নুসরাত ইয়াসমিন, ফাতেমা জান্নাত,অর্চনা সিংহ, হাসান জাহাঙ্গীর, সুপ্রিয়া লাকি, সুমন আচার্য,  শুভার্থী চৌধুরী, নিলুফার ইয়াসমিন চৌধুরী,  অনিমেষ চক্রবর্তী, শাপলা পাল,  মৌমিতা বড়ুয়া, পাপড়ি বৈরাগী, সাগ্নীক দাশ (রুপ),  শিমুল কান্তি রায়, জাকিয়া সোলতানা মেরী, শুভাগত চৌধুরী, সুমিএা বিশ্বাস, সীমা পাল,  পূজা ভঞ্জ , লিটন সেন, মিঠুন চক্রবর্তী শিল্পী, এমিলি দাশ, কান্তা দে,  প্রমি ভূঁইয়াসহ ৯০ জন নতুন শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ