বশেমুরবিপ্রবিতে মন করিডোরে আলোর মিছিল বইয়ের মোড়ক উন্মোচন

ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এর ধুম।বইমেলাকে ঘিরে পাঠক লেখকদের যেন উন্মাদনার শেষ নেই।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী জুবায়েদ মোস্তফার পঞ্চম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলা উপলক্ষে। বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় মন করিডোরে আলোর মিছিল বইটির।
৩০ জানুয়ারি,২০২৪ পড়ন্ত বিকেলে গোধূলি বেলায় অসাধারণ সাজ সজ্জায় শহীদ মিনার প্রাঙ্গণে মন করিডোরে আলোর মিছিল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। মোড়ক উন্মোচনে যেন গুণীজনের মেলা বসেছিল। মননে মগজের সাহিত্যের চাষ করা মানুষের উপস্থিতি ছিল ঈষর্ণীয়।কবি, লেখক পাঠকের সমাগমে মুখরিত হয়েছে মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
এ বিষয়ে লেখক জুবায়েদ মোস্তফা বলেন, বই প্রকাশের চিন্তা দানা বাঁধার সাথে সাথে ইচ্ছে ছিল ক্যাম্পাসে জাকজমকপূর্ণ ভাবে মোড়ক উন্মোচনের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। সাহিত্যাঙ্গনের সাথে জড়িত সবার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা আমার ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য।
ক্যাম্পাসের অন্যতম পরিচিত মুখ লেখক জুবায়েদ মোস্তফা লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী । এবারের বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘মন করিডোরে আলোর মিছিল’। এতে গদ্যছন্দ এবং স্বরবৃত্ত ছন্দে রচিত জীবন থেকে নেওয়া জীবনমুখী বাস্তবধর্মী কবিতা ফুটিয়ে তোলা হয়েছে।এর আগে তার চারটি কাব্যগ্রন্থ -অগ্নিশিখা, আলো আঁধারের সন্ধিক্ষণ ও রঙিন ফুলের স্বপ্ন, সাইক্লোনের শহরে সন্ধি প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় তার লেখা প্রায় প্রতিদিনই দেখা যায়।তিনি তার শাণিত কলম দিয়ে মানুষের কথা বলান, তার কবিতা মানব জীবনের বিভিন্ন ধাপের কথা বলে।বহু প্রতিভার অধিকারী এই শিক্ষার্থীর সুনাম ইতিমধ্যেই এপার বাংলা ওপার বাংলায় ছড়িয়ে পড়েছে। তিনি বাংলার প্রকৃতি ও ভোরের পাখি কবিতার জন্য কলকাতা মহানগরী সাহিত্য পুরস্কার, ‘তোমার সীমানায়’ কবিতার জন্য সময়ের সুর সাহিত্য পুরস্কার- ২০২২ লাভ করেন। এছাড়া জাতীয় পত্রিকায় লেখালেখির নৈপুণ্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখার ২০২১-২২ কার্যবর্ষের বর্ষসেরা লেখক নির্বাচিত হন।
মন করিডোরে আলোর মিছিল সম্পর্কে জানা যায়,মানুষের জীবনের খন্ড খন্ড চিত্র খুব নিখুঁতভাবে প্রদর্শনী করা হয়েছে বইয়ে। রংধনুর মত মানুষের জীবনে যে রঙ পরিবর্তন হয় সেটা খুব সাবলীল ভাবে দেখানো হয়েছে। "প্রণয় কথনে রাখবো যতনে" অধ্যায়ের মাধ্যমে ভালোবাসার জয় গান গেয়েছেন, মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ভালোবাসা। ভালোবাসার বাঁকা হাসিতে কখনো কখনো বিচ্ছেদের সুর লুকানো এটাও স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে "বিচ্ছেদের ঐ মলিন সুরে থেকো নাকো আর দূরে" নামক পাঠের আদলে।মানুষ সময়ের পরিক্রমায় হয়ে উঠে বিদ্রোহী, বাস্তবতা লেপ্টে যায় জীবনে চমৎকার ভাবে দেখানো হয়েছে মোনালিসার চিত্রকল্প অঙ্কনের মাধ্যমে।
বশেমুরবিপ্রবি,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইস্রাফিল হোসেন বলেন,বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের। আর যতবেশি বাংলা ভাষায় সাহিত্যকর্ম সৃষ্টি হবে,বাংলা ভাষাও তত সুসংহত হবে বশেমুরবিপ্রবির জুবায়েদ মোস্তফার মত এইসব তরুন লেখকদের লেখনীর মাধ্যমে আমাদের সাহিত্যভান্ডার আরও বেশি সমৃদ্ধ হবে। এজন্য এইসব তরুন লেখকদের যথাযথ মূল্যায়ন করা জরুরি।
এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
