ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সাভা‌রে জ‌মি দখলের চেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় ইউ‌পি সদ‌স্যের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৪:৩৩

সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস‌্য মোঃ হাসান আলী মেম্বা‌র ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল ও ভুক্তভোগী পরিবারকে মারধর এবং শ্লীলতাহানীর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী লাইলী আক্তারের পরিবার। বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লাইলী আক্তারের স্বামী মোঃ বিল্লাল হোসেন জানান বুধবার সন্ধ্যাবেলা ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্ত হাসান আলী মেম্বারের নেতৃ‌ত্বে দেলোয়ার, মাসুদ, ক্যাশব লাল নন্দী, মাজহারুল, সাদেক, আলমগীরসহ ৭/৮ জন সন্ত্রা‌সি এই হামলা করে। এতে লাইলী আক্তার ও তার দেবরের বউ গুরুতর আহত হন। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তরা হলেন, মোঃ হাসান আলী মেম্বার (৩৭), মোঃ দেলোয়ার (৩৩), মোঃ মাসুদ করিম (৪০), মোঃ আব্দুর রহমান (২৮), মোঃ মাজাহারুল ইসলাম (৪২), নিজাম উদ্দিন (৪১), কেশব লাল নন্দী (৪৫), সাদেক হোসেন (৩২) ও মোঃ আলমগীর হোসেন (৪২)।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিলো। এরই জেরে বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্তরা বাদী মোঃ বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা গৃহবধু লাইলীকে উপর্যুপুরি মারধর করতে থাকে। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্বামী বিল্লাল হোসেনকেও মারধর করা হয়। পরে তাদের ডাক চিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিল্লাল হোসেন বলেন, বুধবার সন্ধ্যার দিকে অভিযুক্ত মোঃ হাসান আলী মেম্বার তার সহযোগিদের  নিয়ে ঘটনাস্থল চুনারচরে দেশীয় মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনীভাবে আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী মোসা: লাইলী আক্তার (২৮) এর উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আমার স্ত্রী কোন কিছু বুঝিয়া উঠার পুর্বেই ভূমিদস্য মোঃ মাসুদ করিম তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীয় মাথার বাম পার্শ্বে কোপ মারিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। ভূমিদস্য মোঃ দেলোয়ার তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীর বাম চোখের উপরে কোপ মারিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে।
সংবাদ সন্মেলনে তিনি আরও বলেন ২০০৯ সাল থেকে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই জমি দখল চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটার পূর্বেও ২৫/১২/২০১৩ ইং তারিখে হামলার ঘটনা ঘটেছিলো সে বিষয়েও থানায় অভিযোগ  করা হয়েছে। তিনি আরও বলেন আমরা পৈতৃক ও ওয়ারিশ সূত্রে এ জমির মালিক। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রাথর্না করে  বলেন, আমরা যেন সঠিক বিচার পাই সেই অনুরোধ আপনাদের মাধ্যমে জানাই। সংবাদ সন্মেলনে বিভিন্ন প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, 'এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১