হাইমচরে সম্মাননার মাধ্যমে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা
চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালী হামিদিয়া আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা, ২০২৪ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে কাটাখালী হামিদিয়া আলিম মাদরাসা মিলনায়তন শিকদার বাড়ী ক্যাম্পাসে অনুষ্ঠানে মাদ্রাসার অধক্ষ্য মাওলানা শরীফ হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আহমেদ আলী গাজী, তাজুল ইসলাম (তাজু) মাল, মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মেহেদী হাসান অপু।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা খাজা আহম্মদ, বর্তমান মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এবং অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইমরান হোসেন তুষার, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মানছুর মিয়াজীসহ শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম