হিন্দু শিক্ষককে রুমে আটকে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ

চট্টগ্রামের ঐহিত্যবাহী পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযুষ কান্তি পালকে প্রধান শিক্ষকের রুমে জোর পূর্বক আটকে রেখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষক পীষুশ কান্তি পাল মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষক এবং হিন্দু শিক্ষক হওয়ায় শিক্ষকদের বড় একটি অংশ তার সাথে আর্দশগত বিরোধ রয়েছে। উক্ত স্কুলে অধিকাংশ শিক্ষক বিএনপি-জামায়াত পন্থি। হিন্দু শিক্ষক সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে চক্রটি তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কোন কৌশলে হিন্দু সহকারী প্রধান শিক্ষককে সরিয়ে নিজেদের মানুষকে উক্ত পদে বসাতে মরিয়া তারা। এ ঘটার অংশ হিসেবে রবিবার সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
রবিবার রাতে পটিয়া থানায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল বাদী হয়ে শফিউল আক্তার (৪৮), রাশেদ হোসেন খাদেমী প্রকাশ বাহার (৫০), মো. নাছির উদ্দিন (৪৮), তৌফিক ইবনে সালাম (৪৯)সহ ১০/১২ জনের বিরুদ্ধে লিভিত অভিযোগ করেন। তারা অধিকাংশ উক্ত স্কুলের শিক্ষক।
শিক্ষক পীযুষ কান্তি পালের দাবি আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর যারা উক্ত পদে পরীক্ষা দিয়ে আসতে পারেনি তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। গত বার্ষিক পরীক্ষা/২৩ . যে সব ছাত্র'রা ৮ থেকে ৫ বিষয়ে অকৃতকার্য হয়েছে পূনরায় পরীক্ষা নেওয়ার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহন করি। গত ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অকৃতকার্য ছাত্রদের কাছ থেকে পূনরায় পরীক্ষা গ্রহন করি।পরীক্ষার ১ম দিন অর্থাৎ গত ২১ জানুয়ারি বর্ণিত বিবাদীদের সম্মুখে তৈরীকৃত প্রশ্নপত্র কঠিন হইয়াছে বলে মনে করিয়া অকৃতকার্য ছাত্রগণ পূনরায় অকৃতকার্য হবে বলে মন্তব্য করি। এতে তারা এক জোট হয়ে ক্ষিপ্ত হয়ে যায়। তারা আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে নালিশ করে। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কাছে লিখিত কৈফিয়ত তলব করে। আমি উক্ত কৈফিয়ত তলব এর জবাব প্রদান করিলেও প্রধান শিক্ষক আমার কৈফিয়ত তলব এর জবাব গ্রহন করেননি। প্রধান শিক্ষকের সহযোগিতায় তারা বিদ্যালয় থেকে চাকুরী ছেড়ে চলে যেতে চাপ সৃষ্টি করে। বাইরে বহিরাগত সন্ত্রাসী লাগিয়ে হামলা এবং হত্যার হুমকি দেয়। রবিবার ৪ ফেব্রুয়ারী সকাল অনুমান ০৯:৪৫ ঘটিকার সময় আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর অফিস কক্ষে গিয়ে বর্ণিত বিবাদীদের সহিত বিরোধ'টি নিষ্পত্তি করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিলে বিকালে বর্ণিত বিবাদীদের সহিত বসে বিষয়টি সমাধান করিয়ে দিবে বলিয়া আশ্বস্ত করেন। প্রধান শিক্ষক এর কথামত রবিবার ৪ ফেব্রুয়ারিতে বিকাল টায় ২ প্রধান শিক্ষক এর অফিস কক্ষে এবং তার উপস্থিতিতে বর্ণিত বিবাদীদের সহিত কুশল বিনিময় করি। একপর্যায়ে বর্ণিত বিবাদীগন হঠাৎ করিয়া অফিসের দরজা বন্ধ করে পকেট থেকে পূব পরিকল্পিতভাবে তৈরীকৃত পদত্যাগপত্র স্বাক্ষর করতে আমাকে বাধ্য করে। হত্যার হুমকি দেয়। প্রাণের ভয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিতে বাধ্য হই।
এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সওয়ার হায়দার বলেন, আমি ঢাকায় অস্থান করছি। সহকারী প্রধান শিক্ষক পীযুষ বাবু শিক্ষক হিসেবে ভালো মানুষ তবে বাকী শিক্ষকরা উনাকে নিয়ে বিভিন্ন আপত্তি আছে, তবে কোন শিক্ষকের কাছ থেকে জোর পূর্বক পদত্যঠস পত্র নেয়া এটা উচিত হয়নি। এটা আমি কখনো সমর্থন করতে পারি না, বিষয়টি এমপি মহোদয় আমাকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে উভয়ের সাথে বসে দ্রুত সমাধান করতে নির্দেশ দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত মজুমদার বলেন, বিষয়টি আমরা জানার পর তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, এ ঘটনায় স্কুলটির সহকারী শিক্ষক পীযুষ কান্তি পাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূইয়া জনি বলেন, খবরটি আমার জানার পর তদন্ত কমিটি গঠন করেছি। যার সাথে ঘটনা ঘটেছে উনার বক্তব্য শুনব এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের বক্তব্যও শুনে প্রকৃত ঘটনা বের করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
