ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বইমেলায় পাওয়া যাচ্ছে যেসব তিতুমীরিয়ানের বই


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৪ বিকাল ৭:৩৪

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে অমর একুশে বইমেলা ২০২৪। লেখক পাঠকের মিলন কেন্দ্র হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মহান ভাষা আন্দোলনের অমর শহীদের স্মৃতিতে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এবারের বইমেলায় তিতুমীরিয়ানদের যে বইগুলো পাওয়া যাচ্ছে তা তুলে ধরেছেন আরিফুল ইসলাম।

মানিক মুনতাসির
একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে সাংবাদিক, কবি ও লেখক মানিক মুনতাসিরের পঞ্চম বই "আবছায়া"। এটি লেখক এর প্রথম গল্পগ্রন্থ। লেখকের প্রথম বই (কবিতা) খবরের কবর প্রকাশিত হয়েছে ২০১৬ এর বইমেলায়।  আবছায়া বইটিতে দশটি ছোট গল্প স্থান পেয়েছে। গল্পের বিষয়বস্তু পুরনো দিনের মিথ ও জিন ভূতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এছাড়াও রয়েছে চলমান সমাজ ও সংস্কৃতির ওপর লেখা কয়েকটি অনুগল্প। দু'একটি বাদে সবগুলো চরিত্রই কাল্পনিক।

পাঠক মহলে বইটি গৃহীত ও নন্দিত হলে তবেই লেখকের সার্থকতা বলে মনে করেন এই সাবেক তিতুমীরিয়ান। লেখকের অন্য বইগুলো হলো - আত্মার মুক্তি, মুখোশের আড়ালে মুখোশ, বর্ণহীন চরিত্র ও খবরের কবর। মানিক মুনতাসির সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় ২০ বছর। সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কর্মরত আছেন ২০১০ সাল থেকে। লেখালেখির শুরু স্কুল জীবন থেকে। স্কুল ও কলেজ জীবনে দেয়াল পত্রিকা সম্পাদনার পাশাপাশি বিভিন্ন সাময়িকীতে লিখতেন তিনি।


রাব্বি হোসেন
এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে আরেক তিতুমীরিয়ান লেখক ও সাংবাদিক রাব্বি হোসেনের তৃতীয় উপন্যাস "মেহু"। গত বছর "নিশিদিন" এবং ২০২২ সালে এসেছিল প্রথম উপন্যাস "স্মৃতির রুমাল"। প্রতিটি উপন্যাসের গল্পই ভিন্ন, ভালোবাসা ও সংগ্রামের গল্প।

মেহু উপন্যাস নিয়ে রাব্বি হোসেন বলেন, মেহু একটি তরুণীর গল্প। যে কিনা তার প্রিয় মানুষটিকে নিয়ে বাঁচতে চায়, সংসার সাজাতে চায়। বিভিন্ন টানাপোড়েনের মধ্যেই নতুন করে স্বপ্ন দেখতে চায়। সেই স্বপ্নের মধ্যে থাকে আবেগ, মায়া, বিষাদ, আফসোস। মেহু তেমনই একটি গল্প। বর্তমানে তিনি রিপোর্টার হিসেবে কাজ করছেন "এখন টেলিভিশন"এ।


মানজুলুল হক
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তিতুমীরিয়ান, লেখক মানজুলুল হকের থ্রিলার উপন্যাস "চান্দের ক্যাফে"। লেখকের প্রথম বই "এবং একটি চন্দ্র"(গল্পগ্রন্থ) ২০২১ সালে প্রকাশিত হয়। "তবুও সন্ধা" তার প্রথম উপন্যাস। লেখকের অন্য বইগুলো হলো– ছদ্মছায়া, এলিয়া। চান্দের ক্যাফে সম্পর্কে মানজুলুল হক বলেন, এটি মূলত থ্রিলার উপন্যাস। এটি রোহান সিরিজের ২য় উপন্যাস। প্রথম উপন্যাস  'ছদ্মছায়া।' চান্দের ক্যাফের শুরুটা হয় পূর্বাচলের  এক অদ্ভুত রহস্যময় ক্যাফে থেকে।

এই উপন্যাসে পরতে পরতে রহস্য লুকিয়ে আছে যে রহস্যের সমাধান করবে রোহান হাসান এবং পাঠক নিজেই। চান্দের ক্যাফেতে এক অদ্ভুত কবি আছে যে তার কবিতায় মানুষকে এক ভিন্ন জগতে নিয়ে যায়। এই উপন্যাসে সমাজের কিছু অন্ধকার জগতকে সামনে নিয়ে আসা হয়েছে। উল্লেখ আছে ভয়ঙ্কর মাদক এলএসডি'র কথাও।


সঙ্গীতা সরকার
এবার লেখিকা সঙ্গীতা সরকারের প্রথম উপন্যাস "অন্তহীন বসন্তের আগমন" প্রকাশ পেয়েছে। তার প্রথম লেখা বই ছিল "অস্ফুট কাব্যজাল"(কবিতাগ্রন্থ)।উপন্যাসটিতে লেখিকা মূলত প্রেম-ভালোবাসা, প্রিয়জন হারানোর বেদনা ও বাস্তবতার নিরীখে জীবন বসন্তের জন্য অপেক্ষা ও বসন্তের অলীক প্রাপ্তি-অপ্রাপ্তিকেই ফুটিয়ে তুলেছেন।

প্রকৃত  বসন্ত যেন ধরা দিয়ে অনুভবে আর সুপ্ততাতেই ধুসরতা কিংবা রঙিনতায় ভরিয়ে তুলেছে মূল চরিত্র অরূনের জীবন। ৭০ দশকের সামাজিক প্রেক্ষাপট, অতুলনীয় ভালোবাসার মর্মস্পর্শী কিছু চিত্র উঠে এসেছে এই উপন্যাসে। স্কুল-কলেজে থাকতেই বিভিন্ন  সাময়িকী ও ম্যাগাজিনে লিখতেন সঙ্গীতা সরকার। 


মীর রবি
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতিশীল কবি ও সমাজচিন্তক মীর রবি'র নতুন কবিতার বই "মালঞ্চমালার ক্যাসেট"। তার আরও প্রকাশিত কবিতার বই- 'অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ, ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক, ক্রস মার্কার, বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায় ও শিশু-কিশোর গল্পগ্রন্থ "এখানে ভূতের ভয় নেই"। কবিতার জন্য সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮ ও বেহুলাবাংলা বেস্ট সেলার বই সম্মাননা ২০১৯ পেয়েছেন তিনি।

বইটি সম্পর্কে মীর রবি বলেন, মালঞ্চমালার ক্যাসেট আমার প্রকাশিতব্য ষষ্ঠ বই। কবিতার বই হিসেবে পঞ্চম। এই বইয়ে স্থান পাওয়া কবিতাগুলো মূলত আমাদের লোকগল্প, লোকগাঁথা ও লোকজ ঐতিহ্যকে ঘিরে রচিত হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য পরম্পরায় নতুন প্রজন্ম আমাদের হাজার বছরের লোকধারাকে আধুনিক কবিতার মাধ্যমে নতুন করে জানতে পারবে বলে মনে করছি। 

Sunny / এমএসএম

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের