সাবেক এমপিসহ অনেকে আলোচনায়
চট্টগ্রামে হিজড়াসহ ৭৪ আওয়ামী লীগ নেতার বউ ঝি মনোনয়ন প্রতিযোগিতায়

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে ২৬৮ জন, নারী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এরমধ্যে চট্টগ্রাম থেকে একজন হিজড়াসহ ৭৪ জন আওয়ামী লীগ নেতার বউ ঝি নির্ধারিত সময়ের মধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সূত্রে জানায়।
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা দপ্তর ব্যবস্থাপনা উপ কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সাকিব জানান, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার এ পর্যন্ত ৭৪ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম নগরীর হিজড়া সংগঠনের সভাপতি মলা প্রকশ ফাল্গুনী হিজড়া সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়ার পর দলীয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতার বউ ঝি না হয়েও অনেকে নিজের যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা নিজের পরিচয়ে পরিচিত রয়েছে এ রকম অনেকে আছে।
সংরক্ষিত আসনে অনেকে ফরম সংগ্রহ করলেও দলীয় ফোরমে এবং বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক সংসদ সদস্য কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য শাহিদা আকতার জাহান, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ.বি এম মহিউদ্দীন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দীন, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার মিতা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নেত্রী এডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সিটি কাউন্সিলর আবিদা আজাদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সওয়ার কাবেরীসহ বেশ কয়েকজনের নাম ব্যাপক আলোচনায় রয়েছে।
এছাড়া ফরম সংগ্রহ কওে জমা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রহেনা আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগের বন বিষয়ক উপ কমিটির সদস্য সাবরিনা চৌধুরী, সৈয়দা শাহেদা সুলতানা, আফরোজা জহুর, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মেয়ে বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রওকাতুন নুর প্রিয়তা, ইসমত আরা সুলতানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নীলু নাগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট কামরুন নাহার, এডভোকেট উম্মে হাবিবা, ফারহানা জাবেদ, ইয়াসমিন সুলতানা, বিলকিস আকতার চৌধুরী, রোকসানা পারভীন, কামরুনেচ্ছা, জেসমিন পারভীন, প্রয়াত সংসদ সদস্য মাঈনুদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পদক খালেদা আকতার চৌধুরী, মেহেজাবীন, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়েরা বানু রৌশনী, পাপড়ী সুলতানা চৌধুরী, এডভোকেট রিক্তা বড়ুয়া, মমতাজ খান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী জীবন আরা বেগম, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ডবলমুরিং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নেছা, দক্ষিণ জলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, হেমন্তি শুক্লা মল্লিক, পাপড়ি সুলতানা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিল জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক এমপি মোছলেম উদ্দীন আহমদের মেয়ে ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী শারমিন সুমি, ফেরদৌসী আলী রুবি, জেসমিন প্রেমা, এডভোকেট জিন্নাত আরা সোহানা চৌধুরী, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, জন্নাতুন নুর তানিয়া, রুমানা নাসরিন, ছৈয়দা রাজিয়া মোস্তফা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, তাহমিনা হক শিরিন, ববি বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, রেহেনা বেগম চৌধুরী, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, ফারজানা আবছার, উম্মে কুলসুম, সালেহা কাদের, চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এভাভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, জাহেদা বেগম পপি, শামিম আরা লিপি, ফাতেমা বেগম, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উম্যান চেম্বার অব কর্মাসের পরিচালক নাজমা আকতার মিতা, ফারিয়া আকবর রিয়া, ছিদরাতুল মুনতুহা টিনা, তৃপ্তি রানী বড়ুয়া, শাহেলা আবেদিন রিমাসহ ৭৪ নারী চট্টগ্রাম থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। গত বৃহস্পতিবার মনোনয়ন জমা ও সংগ্রহের শেষ দিনে মনোনয়ন নিয়েছে চট্টগ্রামের আগের ৭৪ জন ছাড়া নতুন করে নিয়েছে জেরিন তসলিম চৌধুরী আমরিন, ফেরদাউস বেগম মুন্নি, নাসরিন আকতার, সৈয়দা তাহমিনা সুলতানা, মনা প্রকাশ ফাল্গুনি হিজড়া, দিপ্তী দাশ, বিনা চৌধুরী, বিবি মরিয়ম, শাহীন আরা বেগম, রেহেনা আকতার, রোকসানা আলম রুমি, তাহেরা মেহেরসহ ৭৪ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এরমধ্যে কক্সবাজার ২৫ জন, রাঙ্গামাটি ৯ জন, খাগড়াছড়ি ১০ জন, বান্দারবান জেলায় ২জনসহ ৪৬ নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এরমধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, সাবেক সংসদ সদস্য কানিজ ফাতেমা, খাগড়াছড়িতে সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুও ব্যাপক আলোচনায় রয়েছে।
তৃতীয় লিঙ্গের নিপা শেখ নামের নামের একজন বলেন আমাদের প্রতিনিধি হিসেবে যদি উনি সংসদে যেতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেয় সারা দেশের হিড়জা জনগোষ্টি কৃতজ্ঞ থাকিবে। মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে আমাদের প্রতিনিধি হিসেবে উনাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিবেন, আমরা সেটা আশা করি। চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বয়াক ও একাধিক ব্যবসায়ী সংগঠনের নেত্রী নাজমা আকতার মিতা বলেন, আমি রাজনীতি করি নারীদের প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিভাবে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম এবং চেষ্টা করে যাচ্ছি। আমার প্রচেষ্ঠায় অনেকটা সফলও হয়েছি যেখানে দলীয় কর্মসূচিতে নারীদের অংশ গ্রহণ ছিল না সেখানে বর্তমানে অনেক নারী নিয়মিত অংশ নিচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মনেনায়ন দেয়ার সময় মাঠে ময়দানে কার কি ভূমিকা মাঠ পর্যায়ে কার কতটুকু অবস্থান সেটা চিন্তা করেই মনোনয়ন দিবে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার অধিকার সবার আছে বাচাই করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর উপর। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যোগ্যকে বেঁচে নিবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে তৃণমূলে উপজেলা থেকে জেলা আওয়ামী লীগের সাথে থেকে একেবারে গ্রামে রাজনীতি কওে আসছি। রাজনীতির কারণে খাগড়িয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি ছেড়ে দিতে হয়েছে ১/১১ সময়। রাজনীতি করতে গিয়ে জামাত-বিএনপি নিযার্তন, মামলা আসামী হয়েছি। এবারসহ ১০ বার মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এখন দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। জীবনের অনেক সময় দিয়েছি রাজনীতিতে। আমার নেতা আখতারুজ্জামান চৌধুরীর হাত ধরে আমার রাজনীতিতে আগমন। আশা করি বিশ্বের লৌহমানবী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন। রাজনীতির পাশা-পাশি লেখালেখি ও করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, যারা দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছে তাদের ফরমগুলো যাচাই বাচাই চলছে, যারা দলের জন্য নিবেদিত ত্যাগী তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করবে, বড় দল হিসেবে মাঠ পর্যায়ে অনেকে আশা করে ফরম নিয়েছে তবে সবার আশা পুরণ করা কখনো সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে মনোনয়ন দেয়া হবে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ আগামী ১৪ মার্চ। কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
