হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
খেলাধুলা, শারীরিক মানসিক ও মেধা বিকাশের সহায়ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া উদ্বোধন অনুষ্ঠানে উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাসুম বিল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ এম এ লতিফ, উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক কাকলী রানী, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মিজানুর রহমানসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
এমএসএম / এমএসএম