ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইবিতে ১২ দফা দাবি আদায়ে কর্মকর্তাদের ভিসি অফিস ঘেরাও


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৪:৩৩

ইবি কর্মকর্তা সমিতি ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে।সমিতির নেতৃবৃন্দ ভিসি অফিসে প্রবেশ করে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়েছেন বলে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কার্যালয়ে অবস্থান শুরু করেন তারা।এর আগে দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে কার্যালয়ে যান কর্মকর্তারা। এসময় উপাচার্য বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন জানিয়ে কার্যালয়ের পাশের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে মিটিংয়ে অংশ নিলে কর্মকর্তারা উপাচার্যের কার্যালয়ে বসে পড়েন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি নিয়ে সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। পরে বেলা ১১টায় তাদের দাবি আগামীকালের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য উপাচার্যের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান।এসময় উপাচার্য বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। কর্মকর্তারা এতে অসম্মত হন এবং তাদের দাবি সিন্ডিকেটের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত উপাচার্য কার্যালয় ত্যাগ না করার ঘোষণা দিয়ে মেঝেতে বসে পড়েন।বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের নেতৃত্বে সমিতির সদ্য সাবেক সভাপতি এটিএম এমদাদুল আলমসহ বিভিন্ন দপ্তরের অর্ধশত কর্মকর্তা এতে অংশ নেন। পরে উপাচার্য সভাকক্ষ থেকে বেরিয়ে কার্যালয়ে না ঢুকে বাসভবনে চলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে আসেন কর্মকর্তারা।কর্মকর্তা সমিতির সদ্য সাবেক সভাপতি ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন সব দাবির বিষয়গুলো সিন্ডিকেটে উপস্থাপন করা হবে। তবে তড়িঘড়ি করে সিন্ডিকেটের তারিখ ঘোষণা করে সেখানে আমাদের কোনো দাবিকে আলোচ্যসূচিতে রাখা হয়নি। আমাদের দাবিগুলো সিন্ডিকেটের আলোচ্যসূচিতে না নেওয়া পর্যন্ত কার্যালয়ে আমাদের অবস্থান চলমান থাকবে।চাকরির বয়সসীমা ৬২-তে উন্নীতকরণ, পোষ্য কোটায় ভর্তিতে শর্ত শিথিল, কর্মকর্তাদের সেশন বেনিফিট প্রদানসহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ১২ দাবি নিয়ে আন্দোলন করে আসছেন কর্মকর্তারা। তবে এ আন্দোলনে তারা উপাচার্য বিরোধী অবস্থানেরও জানান দিচ্ছেন।গতন৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইমাম নিয়োগ বোর্ড অনুষ্ঠানের ক্ষেত্রে বাধা দেন তারা। উপাচার্যের দুর্নীতির অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত তারা নিয়োগ বোর্ড না করার দাবি জানান।ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালাম সকালের সময়কে বলেন,কর্মকর্তা সমিতির দাবি আমার একার পক্ষে সমাধান করার বিষয় নয়।সিন্ডিকেটে অনুমোদন পেলে তাদের দাবি বাস্তবায়ন করা হবে।   

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন