ঢাকা-৫ কে আধুনিক শিক্ষাজোন হিসেবে গড়ে তোলা হবে: সজল মোল্লা এমপি

ঢাকা-৫ নির্বাচনী এলাকার আংশিক কদমতলী ও ডেমরা-যাত্রাবাড়িকে আধুনিক শিক্ষা জোন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি। তিনি বলেন, এই এলাকায় কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজ’র এস এস সি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, আমার প্রয়াত বাবা ঢাকা-৫ আসনের ৪বারের এসপি আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা ‘দিন বদলের বইছে হাওয়া,শিক্ষা আমার প্রথম চাওয়া’ স্লোগানের মধ্যদিয়ে একটি অবহেলিত এলাকাকে আজকে সারাদেশ ব্যাপী সু-পরিচিত করেছেন। বাবার সেই ধারা অব্যহত রেখে এবং আপনাদের সকলের সহযোগিতায় ঢাকা -৫ নির্বাচনী এলাকাকে শিক্ষা জোন হিসেবে গড়ে তুলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ কে কার লোক, এটি বিবেচনায় নিবেন না। তাহলে আমরা ভালো কাজ থেকে পিছিয়ে পড়বো। সবাইকে মনে রাখতে হবে আমরা যারা মুক্তিযোদ্ধের চেতনায় পথ চলি, সবাই জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে শিক্ষাক্ষেত্রে সকলে মিলেমিশে কাজ করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্যদিয়ে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে দক্ষতা নিয়ে মানুষ হওয়ার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের দেখতে হবে তারা কীভাবে নতুন কাজে দক্ষতা অর্জন করতে পারে এবং সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে, যাতে আমরা সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারি। ভালো ফলাফল মানেই ভালো চাকরি এই মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করার পরামর্শ দিয়েছেন সজল মোল্লা। তিনি বলেন, বাস্তব জীবন সাহেবি জীবন নয়। বাস্তব শিক্ষার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই জাতির পিতার স্বপ্ন ছিল। শিক্ষার্থীদেরকে নতুন নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদেরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজ’র ম্যানেজিং কমিটির সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রুহুল আমিন মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: নজরুল ইসলাম ও শাহাদাৎ হোসেন, ৬৪ নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব কীরন মানিক ও শামীম শিকদার স্ট্যান্ডার্ড স্কুল এণ্ড কলেজ’র অধ্যক্ষ মো: শামীম শিকদার প্রমুখ।
এমএসএম / এমএসএম

ডেমরায় জমি দখলের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

শ্রমিক দল নেতা পিন্টুর কাটাসুর হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার

গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

৭২ এর স্বৈরাচারী সংবিধান বাতিল, সংস্কার, বিচার তারপর নির্বাচন-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের পাথর লুট করে : হাইকোর্টে প্রতিবেদন

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মুনিয়া হত্যা সাধারণ ঘটনা নয়, ফাঁস হয়েছে ষড়যন্ত্রের মূল তথ্য

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ
