ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঢাকা-৫ কে আধুনিক শিক্ষাজোন হিসেবে গড়ে তোলা হবে: সজল মোল্লা এমপি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১১-২-২০২৪ রাত ১০:৫৯

ঢাকা-৫ নির্বাচনী এলাকার আংশিক কদমতলী ও ডেমরা-যাত্রাবাড়িকে আধুনিক শিক্ষা জোন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি। তিনি বলেন, এই এলাকায় কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজ’র এস এস সি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, আমার প্রয়াত বাবা ঢাকা-৫ আসনের ৪বারের এসপি আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা ‘দিন বদলের বইছে হাওয়া,শিক্ষা আমার প্রথম চাওয়া’ স্লোগানের মধ্যদিয়ে একটি অবহেলিত এলাকাকে আজকে সারাদেশ ব্যাপী সু-পরিচিত করেছেন। বাবার সেই ধারা অব্যহত রেখে এবং আপনাদের সকলের সহযোগিতায় ঢাকা -৫ নির্বাচনী এলাকাকে শিক্ষা জোন হিসেবে গড়ে তুলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ কে কার লোক, এটি বিবেচনায় নিবেন না। তাহলে আমরা ভালো কাজ থেকে পিছিয়ে পড়বো। সবাইকে মনে রাখতে হবে আমরা যারা মুক্তিযোদ্ধের চেতনায় পথ চলি, সবাই জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে শিক্ষাক্ষেত্রে সকলে মিলেমিশে কাজ করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্যদিয়ে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে দক্ষতা নিয়ে মানুষ হওয়ার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের দেখতে হবে তারা কীভাবে নতুন কাজে দক্ষতা অর্জন করতে পারে এবং সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে, যাতে আমরা সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারি। ভালো ফলাফল মানেই ভালো চাকরি এই মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করার পরামর্শ দিয়েছেন সজল মোল্লা। তিনি বলেন, বাস্তব জীবন সাহেবি জীবন নয়। বাস্তব শিক্ষার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই জাতির পিতার স্বপ্ন ছিল। শিক্ষার্থীদেরকে নতুন নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদেরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজ’র ম্যানেজিং কমিটির সভাপতি  মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রুহুল আমিন মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: নজরুল ইসলাম ও শাহাদাৎ হোসেন, ৬৪ নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব কীরন মানিক ও শামীম শিকদার স্ট্যান্ডার্ড স্কুল এণ্ড কলেজ’র অধ্যক্ষ মো: শামীম শিকদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা