সাভারের মহাসড়কে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ২

ঢাকা আরিচা মহাসড়কে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের আর এস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় আরো কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
এসব চাঁদাবাজ সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যারিকেড দিয়ে চলমান যানবাহন থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিল।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।
গ্রেফতারকৃতরা হলেন- অলি (২৬) এবং
শামিম (২৭)। তারা সবাই চাঁদাবাজ চক্রের মূলহোতা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সোহেল রানা ওরফে ধর্ষণ রানা ওরফে ডান্সার রানার বেতনভুক্ত কর্মচারী।
জানা গেছে, সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানার নির্দেশে দীর্ঘদিন যাবত এসব চাঁদাবাজ গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কে উত্তরবঙ্গ থেকে আসা রাজধানী মুখী মুরগীবাহী ট্রাক, চাল-ডাল-পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছিল। পুলিশের অভিযানকালে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রশিদ, ভাউচার, টোকেন ও চাঁদার নগদ টাকা জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, এসব সংঘবদ্ধ চাঁদাবাজ লাঠি সোটা নিয়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, মাছবাহী ট্রাক, মুরগীবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না পেলে তারা গাড়ি ভাঙচুর করছিল। চালকদের আটকে রেখে মারধরও করে আসছিল তারা।
অভিযুক্ত অলি ও শামীম প্রতিবেদককে জানান, আমাদের কোন দোষ নেই, আমরা প্রতি রাতে টাকা তুলে ৫০০ টাকা পাই। আদায়কৃত চাঁদার এই টাকার ভাগ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলসহ বিভিন্ন মহলে দেওয়া হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এর পেছনে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি এক কলেজ ছাত্রীর ধর্ষন ও গর্ভপাতের মামলায় বিয়ের ৩ দিন পর মানিকগঞ্জের নতুন শ্বশুরবাড়ির বাসর ঘর থেকে গ্রেপ্তার হয় চাঁদাবাজ চক্রের মূলহোতা ও ছাত্রলীগ নেতা সোহেল রানা ওরফে ধর্ষণ রানা। বর্তমানে সোহেল রানা কারাগারে রয়েছে। এরআগে ২০২২ সালেও ১৪ বছরের একটি কিশোরী ধর্ষণের মামলায় চট্টগ্রাম থেকে এলিট ফোর্সের হাতে গ্রেপ্তার হয় সোহেল রানা ওরফে ধর্ষণ রানা ওরফে ডান্সার রানা। কারাগারে থাকা সোহেল রানা সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের ঘনিষ্ঠ অনুসারী।
এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
