ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৩:১২

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পালিত হয়েছে। আজ রোববার (১৫ ‍আগস্ট) দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা প্রভৃতি। স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসটি পালন করা হয়।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করেন। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১টায় প্রফেসর এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন।

সভায় ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়। সেজন্যই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীয় মহিমায় চিরসমুজ্জ্বল। তাঁর আদর্শ আর চেতনার পথ ধরে বাংলাদেশ চলেছে কাঙ্ক্ষিত গন্তব্যে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে। কিন্তু এখনও পাঁচ ঘাতক বিদেশে পলাতক। তাদেরকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে। এছাড়া হত্যা পেছনের মাস্টারমাইন্ড কে বা কারা ছিল, সেটাও খুঁজে বের করা জরুরি। একইসাথে বঙ্গবন্ধুকে নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা, প্রকৃত ইতিহাসের তথ্যানুসন্ধান অত্যন্ত জরুরি।

উপ-পরিচালক (জনসংযোগ) সুমনা আজিজের সঞ্চালনায় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত। একটি থেকে আরেকটি পৃথক করা সম্ভব নয়। তাঁর জীবনসংগ্রাম, চিন্তা, লক্ষ্যের অবিচলতা নতুন প্রজন্মকে যথাযথভাবে জানাতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন বলেন, শুধু মুখে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখালে হবে না। শ্রদ্ধা আসতে হবে ভেতর থেকে। কথায়, কাজে, কর্মে সততা, দায়িত্বশীলতা আর আন্তরিকতার প্রমাণ রেখে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে।

সভায় বক্তব্য রাখেন- ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস প্রমুখ।

এদিকে, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষার্থীদের উদ্যোগে উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজের বিষয় ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ। কুইজে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।

পালিত এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

প্রেস রিলিজ: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দখলমুক্ত

বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরামের আত্মপ্রকাশ

রাজধানীর হাজারীবাগ এলাকায় গৃহবধূ কে মারধর করে হত্যার অভিযোগ

পুরান ঢাকায় রাজউকের উচ্ছেদ অভিযান : অবৈধ নির্মাণে উচ্ছেদ, জরিমানা ও মিটার জব্দ

যুক্তরাষ্ট্র থেকে চকলেটের আবরণে আসছে মাদক

পিআরসহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

ডাকসুর নবনির্বাচিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ

যানবাহনের ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে না দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি

ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড

বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা

ভুয়া ভিসায় দালাল চক্রের প্রতারণা, হুমকির মুখে লেবাননের শ্রমবাজার