মধুপুর শহীদ প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ প্রি-ক্যাডেট স্কুলের সহপাঠ্যক্রমিক কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌর শহরের জিন্নাহ রোডস্থ স্কুল ক্যাম্পাসে দিনব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার ১৫টি ইভেন্টে স্কুলের খুদে
শিক্ষার্থীরা অংশ নেয়। অভিভাবক মায়েদের মধ্যেও আকষর্ণীয় প্রতিযোগিতার আয়োজন ছিল।বিজয়ীদের হাতে অতিথিগণ পুরষ্কার তুলে দেন।
বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ ক্যাডেট শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাহী প্রধান মো. শহীদুল ইসলাম শহিদ।
অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজ শিক্ষক মানিক চন্দ্র বসু, মো. তোজাম্মেল হোসেন, আবু মো. কওছার, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শহীদ, স্কুল প্রধান এবং ওই শিক্ষা পরিবারের উপ পরিচালক নুরজাহান নিপা।
এমএসএম / এমএসএম