ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

জা‌বি‌তে জলসিঁড়ি’র নতুন ক‌মি‌টি ঘোষণা


হাদীউজ্জামান, জাবি photo হাদীউজ্জামান, জাবি
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৫:২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জা‌বি ) সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের  ৪৮ ব্যাচের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের  শিক্ষার্থী  রাহাতুল ফেরদৌস রাত্রীকে  সাধারণ সম্পাদক এবং ৪৮ ব‌্যা‌চের চারুকলা বিভা‌গের শিক্ষার্থী মো.ফের‌দে‌ৗস‌কে যুগ্ম সাধারণ সম্পাদক হি‌সে‌বে মনোনীত করা হ‌য়ে‌ছে। 

র‌বিবার  (১৮ ফেব্রুয়া‌রি ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটিতে সভাপতিমণ্ডলী হিসেবে আছেন সাদ্দাম হুসাইন রোহান, র‌নি হায়দার তূর্য ও দুর্জয় বসাক।কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগ‌ঠনিক সম্পাদক তুষার শিকদার ও ধীরাজ রায় , অর্থ সম্পাদক দীপা‌ন্বিতা  চক্রবর্তী, সহ-অর্থ সম্পাদক মে‌ৗ‌মিতা কুণ্ডু, মৌ‌মিতা জান্নাত মেঘলা , প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রজ্ঞা প্রতিভা , সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পূজা রায়,  পাঠাগার সম্পাদক আ‌সিফ ক‌রিম পা‌টোয়ারী রুপম, দপ্তর সম্পাদক সুরভী চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক প্রমা রাহা , শ্বাশত প্রামা‌ণিক 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্দুল্লাহ আল মামুন ও প্রী‌তি সূত্রধর। নতুন কমিটির সাধারণ সম্পাদক রাহাতুল ফের‌দৌস রাত্রী ব‌লেন , আমার অনুভূতি আসলে মিশ্র প্রকৃতির। জলসিঁড়ির নতুন দায়িত্ব পেয়ে আমি এক অর্থে ভীত  আবার আনন্দিতও। ভীত এই কারণে যে অর্জন পাওয়ার থেকে ধরে রাখা কঠিন। জলসিঁড়ি আমার উপর যে আস্থা রেখেছে, যে দায়িত্ব দিয়েছে, আমি জানি না তার কতটুকু প্রতিদান দিতে পারব, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
আমি আনন্দিত এই কারণে যে আমার সামনে এখন এক নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ, জলসিঁড়ির সদস্যদের সাথে নিয়ে জলসিঁড়িকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ।
ক্যাম্পাসে চলমান পরিস্থিতিকে মাথায় রেখে আমি মনে করি  জলসিঁড়ির মতো সাংস্কৃতিক সংগঠনগুলোর অনেক দায়বদ্ধতা আছে। জলসিঁড়ি বরাবর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট থেকেছে। আগামীতেও  জলসিঁড়ির সদস্যদের নিয়ে আমি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াব।

উল্লেখ্য, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই’- স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি তার যাত্রা শুরু করে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন।

এমএসএম / এমএসএম

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের