রেজাউল করিম খানকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেতাকর্মীরা
রাজধানীর উত্তরা পূর্ব থানা সেচ্ছাসেবক লীগের সদ্য বিদায়ী সভাপতি রেজাউল করিম খানকে নিয়ে কিছু অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনিসহ সংগঠনটির বেশ কিছু নেতা।
গতকাল সোমবার রাতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য নেতারা বলেন, গত শুক্রবার রাতে স্থানীয় কিছু লোকজন একে অপরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে মারামারি করে। আমরা খোজ নিয়ে জানতে পারি দুইপক্ষের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়, পরে মাসুদ রানা ও নাসির মৃধাদের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু'পক্ষের কয়েকজন আহত হয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নিতে এলাকার প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা রেজাউল করিম ও নাইসকে জড়িয়ে দক্ষিণ খান থানায় একটি অভিযোগ করে। পুলিশ ঘটনার সাথে রেজাউল ও নাইসের কোন সম্পৃক্ততা খুজে পায়নি। তারপরও এ ঘটনাকে অতিরঞ্জন করে নাম সর্বস্ব গণমাধ্যমে মনগড়া ভাবে সংবাদ প্রকাশ করে রাজনৈতিক ভাবে হেয় করার কাজে লিপ্ত রয়েছে একটি চক্র। নেতারা বলেন, নিজেদের মধ্যে মারামারির ঘটনাকে পুজি করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
ভিন্ন একটি মারামারিতে নিজের সংশ্লিষ্টার বিষয়ে রেজাউল করিম বলেন, আমি দীর্ঘ ২৫ বছর থেকে রাজনীতি করি। কোন দিন কারোর সাথে সামান্য বিষয় নিয়েও ঝগড়া ঝাটি হয়নি। অথচ আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দিয়ে চরিত্র হনন ও হয়রানি করার পায়তারা করছে। আমরা বর্তমান এমপি খসরু চৌধুরির নির্দেশনা মেনে চাদাবাজমুক্ত উত্তরা গড়ার নিয়োজিত আছি। এখন প্রকৃত চাদাবাজরা উধোর পিন্ডি বোধুর ঘাড়ে ফেলে আমাদের কর্মসূচিকে বির্তকিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আশা করি তাদের এ অপচেষ্টা স্বফল হবে না।
এ বিষয়ে উত্তরা ১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বলেন, গত জাতীয় নির্বাচনে পরাজিত একটি পক্ষ নানা ভাবে আমাদের নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়। মিথ্যা অভিযোগ দিয়ে ফায়দা লুটতে চায়। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আমাদের নেতাদের কোন সংশ্লিষ্টতা পায়নি। ৪০/৫০ জনের নামে মিথ্যা অভিযোগ দিয়ে স্বাভাবিক রাস্তায় ঘায়েল করতে না পেরে, চরিত্র হরণের জন্য মিডিয়াতে মিথ্যাচারমুলক সংবাদ প্রকাশ করছে, আমরা এসবের নিন্দা জানাই এবং মারামারির ঘটনায় প্রকৃত অপরাধীদের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
শান্তির বার্তা ছড়িয়ে ঢাকায় বিশ্ব আশেকে রাসুল সম্মেলন অনুষ্ঠিত
পুরোনো একটি মোবাইল নম্বর থেকে গৃহকর্মী আয়েশার সন্ধান পায় পুলিশ
শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ
উত্তরায় ফের রাজউকের খালি প্লট দখলের অভিযোগ
মনির ও আবু জাফর চৌধুরী সিন্ডিকেটের শত শত কোটি টাকার জালিয়াতি ফাস
৫ই আগস্টের হত্যা মামলার আসামি হয়েও অধরা
বিএনপির স্বার্থে জনগণ ও জোটসঙ্গীদের ব্যবহার—অভিযোগ জনতার অধিকার পার্টির
তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
গ্যাস সংকটে ভোগান্তি শেখদীতে
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'র কার্যক্রম গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়: যুক্তরাষ্ট্র দূতাবাস
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সমিতির নির্বাচন কমিশনার