ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ভাষা শহিদদের সম্মানে আইন বিভাগের দেয়ালে ২১ ভাষায় 'আমরা তোমাদের ভুলবো না'


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৩:২৭
'ফেব্রুয়ারি’ বাঙালির গর্বের মাস, ভাষার মাস। বায়ান্নর এ মাসেই ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেক তরুণ তাজা প্রাণ। ভাষার জন্য প্রাণ উৎসর্গের এমন নজির বাঙালি ছাড়া অন্য কোনো জাতিতে নেই। একটি ভাষা, একটি জাতির বড় পরিচয়, যা আমরা পেয়েছি শহীদদের জীবন উৎসর্গের মধ্যদিয়ে। রক্তের সিঁড়ি বেয়ে রচিত হয়েছিল ভাষার জন্য প্রাণ বিসর্জনের এক অমোঘ ইতিহাস। এই মাস এলেই বাংলা ভাষা নিয়ে চলে নানা ধরনের আয়োজন। 
 
এমনই এক ব্যতিক্রমধর্মী আয়োজন করতে দেখা গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আইন ও বিচার বিভাগে। ভাষা শহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে রাখতে বিভাগের দেয়ালে ২১টি ভাষায় অঙ্কিত করা হয়েছে 'আমরা তোমাদের ভুলবো না' লাইনটি।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মুখ দেওয়ালে এটি লেখা হয়। দেওয়ালে লেখা ২১ টি মাতৃভাষা হলো বাংলা, ইংরেজি, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, গ্রীক, জার্মান, ল্যাটিন, ইতালিয়ান, ড্যানিস, রাশিয়ান, ফরাসি, পর্তুগিজ, বার্মিজ, জ্যাপানিজ, আইরিশ, ডাচ, বুলগেরিয়ান, চাইনিজ, কোরিয়ান ও আরবি।
 এমন ব্যতিক্রমী উদ্যোগের পরিকল্পনা নিয়েছে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হারুন আব্দুল্লাহ খান।
এমন ভিন্নধর্মী আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে সিফাত বলেন, "বাংলাদেশ ছাত্রলীগের লড়াই,আন্দোলন,
সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস রয়েছে।স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী রাজনৈতিক ভাবনার ফসল ছাত্রলীগ,যা দেশের প্রতিটি ক্লান্তিলগ্নে নিজের পরিচয় দিয়েছে।বঙ্গবন্ধুসহ দেশের তৎকালীন বাঙ্গালীর বীর সন্তানদের আন্দোলন,সংগ্রাম এবং শহিদদের রক্তের মধ্য দিয়ে মাতৃভাষা বাংলা কে আপন করে পেয়েছি।সময়ের সাহসী সন্তানদের
আত্মত্যাগ,সাহস কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ নিয়েছি।"
 
তরুণ প্রজন্মের কাছে সিফাতের বার্তা কি জানতে চাওয়া হলে বলেন, "আমি মনে করি তরুণরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সৎ,দুর্নীতিমুক্ত থেকে স্মার্ট সিটিজেন হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেকে নিয়োজিত করে দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১' স্বাধীনতার আন্দোলন,৭৫' এ সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা,জাতীয় চার নেতা হত্যা,স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়াসহ প্রতিটি সংগ্রাম,আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মৃতি অম্লান করে রাখতে পারে।"
 
সিফাতের এমন উদ্যোগে খুশি বিভাগের শিক্ষার্থীরাও।ধন্যবাদ জানিয়ে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতাপ রায় বলেন, "নিজ বিভাগে ভাষা শহীদদের স্মৃতি ও শ্রদ্ধা জানিয়ে ২১টা ভাষায় ‘আমরা তোমাদের ভুলবোনা' লেখনীটা প্রশংসনীয়। এমন কাজ বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগে আমরা দেখিনি, আইন  ও বিচার বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর  জন্য বিষয়টা গর্বের কারণ ভাষার মাসে শুধু ফুল দিয়ে নয় বরং এমন লেখনীর মাধ্যমেও ভাষা শহীদদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা যায় এটা তুলে ধরার জন্য। এমন অনন্য কাজের জন্য ধন্যবাদ জানাই সিফাত ভাইকে।"
 
সিফাতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব মো: আহসান কবীর। তিনি বলেন, "ভাষার মাসে সিফাতের এই উদ্যোগ নিসন্দেহে প্রশংসনীয়। বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এটা অবশ্যই কার্যকরী উদ্যোগ। ফুল দিয়ে শ্রদ্ধার পাশাপাশি এমন ব্যতিক্রমী পরিকল্পনা নিশ্চয়ই বাংলা ভাষার জন্য ইতিবাচক ও সম্মানের।"

এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম