ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়- তিতুমীর কলেজ অধ্যক্ষ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৪:৫২

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম এ কথা বলেন।  বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে তিতুমীর কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সকল কর্মসূচি শুরু হয়।

সকাল ৭টায় প্রভাত ফেরি ও সকল ডিপার্টমেন্ট এর পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯ টায় কলেজটির শহীদ বরকত মিলনায়তনে ভাষা দিবসের বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, আজকে বাংলা ইতিহাসের জন্য বাঙালি জাতির জন্য গৌরবের দিন ও গর্বের দিন। কেননা বাংলাদেশ একমাত্র দেশ এবং আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি । আমি একজন বাঙালি হিসেবে আজকে গর্ববোধ করছি। ১৯৫২ সালে বাংলা  ভাষাকে রাষ্ট্র ভাষার দাবিতে যারা রক্ত দিয়েছেন আত্নত্যাগ করেছেন, আমি সেই ভাষা শহিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আন্তরিক শ্রদ্ধ্যা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়,, তাই দাম দিয়ে যে ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে হয়েছে দাম দিয়ে যে দেশকে স্বাধীনতা দিতে হয়েছে সে ভাষাকে অমর্যদা করার অধিকার কারো নেই।

এসময় তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান সহ তিতুমীর  কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ এবং শাখা ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল উপস্থিত ছিলেন। 

এছাড়াও কলেজটির বিভিন্ন সহ-শিক্ষামূলক সংগঠন ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের স্মরণ বাদ জোহর তিতুমীর কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের আত্মার মাগফিরাত কামনায় শাখা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

Sunny / Sunny

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন