ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি মিন্টু রহমান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ৩:১৩

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন  সদর মডেল থানার মো. মিন্টু রহমান।

গত জানুয়ারি মাসে অভিন্ন মানদন্ডের আলোকে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন, ওসি মিন্টু রহমান।

২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার সময় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় ওসি মিন্টু রহমান কে পুরষ্কার তুলে দেন, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, পিপিএম।

মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম। এ ছাড়াও সভায় শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই মো. সাইফুল ইসলাম, সদর মডেল থানায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এসআই মো. নাজমুল হাসান নির্বাচিত হন।

অন্যদিকে শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ এএসআই মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সার্জেন্ট মো. গাজীউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বিশেষ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ, এসআই মো. খবির উদ্দিন, এএসআই আহম্মদ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান ও ভোলাহাট থানার কনস্টেবল মো. শিমুল হোসেন শ্রেষ্ঠত্ব অর্জন করেন। সকল শ্রেষ্ঠত্বদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম।

এ ছাড়াও এসআই মো. আবুল কাশেমকে বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর জনিত (পিআরএল) ছুটিতে যাওয়ায় পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। দুটি সভায় পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম জেলা পুলিশ সদস্যদের ভালো-মন্দ বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধানসহ উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন । এ ছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।

মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, তদন্তাধীন মুলতবি মামলাসহ অন্যান্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এ সময় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. রাকিবুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন