মেয়াদ শেষ হলেও দায়িত্বে বহাল তবিয়তে অগ্নিবীণা হলপ্রভোস্ট

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের আইনকে লঙ্ঘন করে নির্দিষ্ট মেয়াদ শেষেও অগ্নিবীণা হলের প্রভোস্ট পদে বহাল তবিয়তে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
জানা যায়, ২০২২ সালের ২৬ জানুয়ারি হলটির প্রভোস্ট পদে নিয়োগ পান তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ ও এর প্রথম সংবিধি অনুযায়ী হলপ্রভোস্টের দায়িত্বের মেয়াদ দুই (০২) বছর উল্লেখ করা হলেও কল্যাণাংশু নাহাকে নিয়োগ দেয়া হয়েছে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ শর্তে। নিয়োগের শর্তে এও উল্লেখ ছিল যে, তাঁর এ নিয়োগ যেকোনো সময় বাতিল করা হতে পারে। সেসময় এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর গণমাধ্যমে বলেছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানে দুই বছরের বেশি নয়। এটা কৌশল মাত্র।’
তবে দুই বছর পেরিয়ে গেলেও হলপ্রভোস্টের দায়িত্বে বহাল আছেন কল্যাণাংশু নাহা। এদিকে, নির্দিষ্ট মেয়াদের পরিবর্তে এ ধরনের বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগদানে ইউজিসির নির্দেশনাকে অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেন, এমন নিয়োগগুলোতে ইউজিসির নির্দেশনাকে সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও বিভিন্ন সময়ে হল প্রভোস্ট কল্যাণাংশু নাহার বিরুদ্ধে উঠেছিল নানা অভিযোগ। এর মধ্যে রয়েছে- নিয়োগ শর্তে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার কথা থাকলেও তিনি থাকেন ময়মনসিংহ শহরে। আলোচিত সাগর চন্দ্র দে র্যাগিং ইস্যুতে টানা আটদিন তালাবদ্ধ ছিলো তার কার্যালয়। এসময় তার পদত্যাগের আন্দোলনও হয়েছিল। তার সময়েই '৮-১০ লাখ টাকা বাকি রেখে' হল ছাড়তে হয় হলটির ডাইনিং পরিচালক তারা মিয়াকে। অবৈধ আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দিয়ে কয়েক দফা বিজ্ঞপ্তি দিলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এসময় সিট দখল থামেনি বরং এনিয়ে হয়েছে বারংবার সংঘর্ষ।
নির্দিষ্ট মেয়াদ শেষেও দায়িত্বে থাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. রিয়াদ হাসান বলেন, “এবিষয়ে আমি অবগত নই। যারা এবিষয়ে অবগত তারা এটি ভালো জানবেন। এবিষয়ে আমার বক্তব্য কেন প্রয়োজন সেটাও বুঝতে পারছি না।”
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক বেশ ক'জন নেতা বলেন, এরকম শর্তে নিয়োগ ও মেয়াদ শেষেও বহাল থাকা বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থি। বিশ্ববিদ্যালয় বিধির মধ্যে থেকেই দায়িত্বগুলো বণ্টন করুক, এটিই চাই।
এবিষয়ে জানতে চাইলে কল্যাণাংশু নাহা বলেন, “আমার নিয়োগপত্রে লেখা আছে ফারদার আনটিল অর্ডার। নির্দিষ্ট কোনো মেয়াদ ছিলো না। এখানে কোথাও লেখা নাই যে আমার দায়িত্ব দুই বছর। এক্ষেত্রে প্রশাসন যখন মনে করবে দায়িত্ব শেষ তখনই দায়িত্ব শেষ হবে।”
বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “এসব বিষয়ে অনেক কথা আছে। টেলিফোনে বলা সম্ভব নয়।”
এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম
Link Copied