ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গুলিভর্তি অবৈধ পিস্তল সহ আন্তঃ জেলা ডাকাত দলের দুধ্বর্ষ ০৬ সদস্য গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৫-২-২০২৪ দুপুর ৪:৬

সাভা‌রে গুলিভর্তি অবৈধ পিস্তল সহ আন্তঃ জেলা ডাকাত দলের দুধ্বর্ষ ০৬ সদস্য গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার ক‌রে‌ছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।

গত ২৪/০৬/২৩ খ্রি. হইতে ১৪/০১/২০২৪ খ্রি. তারিখ এর মধ্যে আশুলিয়া থানা এলাকার বিভিন্ন বাসা-বাড়ীতে কয়েকটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। যাহার প্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৭৩, তারিখ-২৪/০৬/২০২৩ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড, আশুলিয়া থানার মামলা নং-৫৩, তারিখ-২৫/১০/২০২৩ ইং, ধারা-১৭০/৩৯৫/৩৯৭ পেনাল কোড, আশুলিয়া থানার মামলা নং-৩১, তারিখ-১৬/০১/২০২৪  ইং, ধারা-৩৯৬ পেনাল কোড রুজু হয়। এরপর ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয় এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মোবশ্শিরা হাবীব খান-পিপিএম সেবা মহোদয় এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা এর একটি চৌকষ টিম উক্ত মামলাগুলো রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ইং ২৪/০২/২৪  তারিখ ডিএমপি ঢাকা সহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলাগুলোর ঘটনার সাথে জড়িত দুর্ধ্বষ ০৬ ডাকাত ১. মোঃ সুমন গাজী @ সজল @ পটকা সুমন (৩৬), পিতা-মৃত আনছার আলী গাজী, মাতা-রাশিদা বেগম, সাং-সোনাখালী গাজীবাড়ী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি-আলতাফ হোসেন লেন, কালাম সাহেব এর বাড়ী, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা, ২. মোঃ আব্দুর রহমান বাপ্পি @ কলম বাপ্পি (৩২), পিতা-মৃত আকবর আলী শেখ, মাতা-পারভীন, সাং-পালবাড়ী আলাইপুর, পালবাড়ী ব্রিজের নীচে, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা, ৩. মোঃ রাজু @ মুরাদ (৩৮), পিতা-মোঃ ইউনুছ আলী, মাতা-শেফালী বেগম, সাং-খানপুর বালিয়াডাঙ্গা, থানা-মনিরামপুর, জেলা-যশোর, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা ৪. মোঃ মনিরুল ইসলাম খান @ মনির (৩৫), পিতা-মৃত মোশারফ খান, মাতা-মরিয়ম বেগম, সাং-আলতাফ হোসেন লেন ডাক্তার বাড়ী গলি, ওয়ার্ড নং-৩০, খুলনা শিপইয়ার্ড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা। এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা, ৫. মোঃ আইনুল হক (৩২), পিতা-মৃত আলমগীর শেখ, মাতা-পারভীন বেগম, সাং-রামভদ্রপুর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা,  এ/পি-সাং-মোক্তার হোসেন রোড, থানা-লবনচরা, খুলনা, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা, ঢাকা ৬. মোঃ ইয়াসিন আলী (২৯), পিতা-মোঃ ইউনুছ আলী, মাতা-নুরুন্নার বেগম, সাং-উত্তর চেশ্রীরামপুর, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি, এ/পি-গোয়ালবাড়ী রোড, থানা-কাফরুল, ঢাকা দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে  (ক) একটি পিস্তল ও ০৪ রাউন্ড গুলি, লুন্ঠন করে নেওয়া (খ) প্রায় ০৩ ভরি ওজনের স্বর্নালংকার , (গ) নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত (১) একটি প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৩৬ এবং গাড়ির ভিতর রক্ষিত অবস্থা হইতে (২) একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার, (৩) একটি সেলাই রেঞ্চ, (৪) ১১ টি প্লাষ্টিকের তৈরি লক, (৫) একটি লোহার তৈরি বাঁকানো ক্লাম যাহার অগ্রভাগ ধারালো, (৬) ১৬ টি কাগজের তৈরি নম্বর প্লেট এবং একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীরা উক্ত মামলার ঘটনার সমূহের সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। উক্ত আসামীদের নিকট হতে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত সকল আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

মামলাগুলোর তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

মিয়ানমারে পাচারকারে দুই কিশোর উদ্ধার, আটক এক রোহিঙ্গা পাচারকারী

উখিয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নারী আইনজীবী অ্যাডভোকেট সারিকার মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রাঙামাটিতে পাহাড় নিধনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন

কাউনিয়ায় জাল সার্টিফিকেট ব্যবহার করে স্কুল কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা

মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ত্রুেস্ট বিতরণ

মুরাদনগরে প্রশাসনের অভিযানের ক্ষতি নেই ড্রেজার ব্যবসায়ীদের

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আমিনুর রহমান টুকু স্মরণে দোয়া মাহফিল

হাতিয়ায় ঋণ না পেয়ে হীড সংস্থার কার্যালয়ে এক ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যার অভিযোগ

লোহাগাড়ায় সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

দিনমজুর হত্যা মামলার আসামি নজির আহমদ কাতারে পালিয়ে যেতে চাচ্ছে