ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কালকিনিতে ফুটপাথ দখলের হিরিক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-২-২০২৪ বিকাল ৫:১৩

মাদারীপুরের কালকিনিতে ফুটপাথ দখলের হিরিক পড়েছে। কালকিনি থানার উত্তর পাশে পালরদী নদীর পাড়ে সরকারী ফুটপাথ দখল করে অনেক গুলো স্থাপনা তৈরী করা হচ্ছে। সম্প্রতি রাতারাতি এসব ঘর তৈরী করছে। দখলকারীরা বেশিরভাগই নব নির্বাচিত এমপি তাহমিনা বেগমের স্বজন। দখলকারীদের দাবি উপজেলা প্রশাসনকে দেখিয়েই এসব ঘর নির্মান করা হচ্ছে। যেখানে ঘর নির্মান করা হচ্ছে এসব তাদের মালিকানা জমি। তবে উপজেলা প্রশাসন বলছে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের তালিকা তৈরী করা হচ্ছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে । অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব প্রশাসনের। প্রশাসন ব্যবস্থা নিবে বলে আশা রাখি।
সরেজমিনে দেখা যায় , মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পুরান বাজার পালরদী নদীর তীর ও তীরে থাকা ফুটপাথ দখল করে অনেকগুলো অবৈধ স্থাপনা তৈরী করছে।
 নদীর পাড়ে ও ফুটপাথ জুড়ে রাতারাতি তুলছে অবৈধ স্থাপনা। দ্রুত স্থাপনা নির্মানে মনে হয় অবৈধ স্থাপনা নির্মানের হিড়িক পড়েছে। প্রস্তুতি নিচ্ছেন আরো অনেকেই। এভাবে অবৈধ স্থাপনা রাতারাতি উঠতে থাকলে শহরটি বসবাস ও চলাফেরার অনুপযোগী হয়ে যাবে বলে মনে করছেন সুধী মহল। তবে তাদের প্রশ্ন এসব যারা করছে তারা কার ক্ষমতা বলে করছে তাও খতিয়ে দেখা দরকার প্রশাসন ও জনপ্রতিনিধিদের।এসব দোকান ঘর অবৈধভাবে তোলার বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেই তোলা হচ্ছে বলে জানায় দখলকারীরা। তবে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য তালিকা করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, বর্তমানে তাদের হাতে ক্ষমতা। তারা সেই ক্ষমতা খাটিয়ে এসব অবৈধ স্থাপনা তৈরী করছেন রাতারাতি। তাদের বাধা দেয়ার মত কেউ নেই। কেউ ভয়তে মুখ খুলতেও সাহস পায় না। অনেক সময় পথচারীরাও বিভিন্ন ধরনের মন্তব্য করে হাটার রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এসব অবৈধ স্থাপনাই বৈধ হিসেবে রয়ে যাবে যুগের পর যুগ। নদীটিও এক সময় বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে এমপির চাচাতো ভাই নুরুজ্জামন সরদার বলেন, উপজেলা প্রশাসনকে দেখিয়েই তাদের জমিতে ঘর নির্মান করা হচ্ছে। ফুটপাথ দখল করে ঘর নির্মান সম্পর্কে জানতে চাইলে তার কোন সদুত্তর দিতে পারেনি সে।
এ বিষয়ে কালকিনির সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনা সম্পর্কে খবর পেয়েছি। এসব স্থাপনার তালিকা করা হচ্ছে। অল্প দিনের মধ্যেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস বলেন, অবৈধ স্থাপনার কোন সুযোগ নেই। সে যেই হোক। উপজেলা প্রশাসন এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে।ইতোপূবে আমরা কিছু উচ্ছেদও করেছি।
এ বিষয়ে কালকিনি পৌর মেয়র এস এম হানিফ বলেন, অবৈধ স্থাপনাগুলো করছে নতুন এমপির লোকজন ।

এ বিষয়ে বর্তমান এমপি তাহমিনা বেগম বলেন, অবৈধ স্থাপনা বিষয় প্রশাসনের। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্বও প্রশাসনের। আমি তাদের পক্ষে উচ্ছেদ অভিযানে বাধা দেইনি, দিবও না। প্রশাসনকে বলবো উচ্ছেদ ব্যবস্থা নিন।

এমএসএম / এমএসএম

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত