ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ইবিতে বর্ধিত ফি সমন্বয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:১২

অযাচিত ২০ শতাংশ বর্ধিত ফি সমন্বয়সহ তিন দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ(ইবি শাখা)সাধারণ    শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।২মার্চ সকাল দশটায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।তথ্য সূত্রে জানা যায়,  ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বর্ধিত করা অযাচিত ফি'র ২০ শতাংশ সমন্বয়ের ঘোষণা দেয় তৎকালীন প্রশাসন। এসময় ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যারা ফি জমা দিয়েছিলো তাদের ফি' গুলো পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে বলে প্রজ্ঞাপন জারি করে প্রশাসন। কিন্তু প্রশাসন রদবদল হওয়ায় শিক্ষার্থীদের পুনরায় সম্পূর্ণ ফি দিতে হচ্ছে। যার ফলে ফি বকেয়া থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সার্টিফিকেট, নম্বরপত্র সহ অন্যান্য কাগজপত্র উত্তোলন করতে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। তাই ফি সমন্বয় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন তারা।শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন শেষে তারা উপাচার্য বরাবর একটি স্মারক লিপি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে জমা দেন।এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা বেশিরভাগ শিক্ষার্থীই খেটে খাওয়া পরিবারের সন্তান। তৎকালীন প্রশাসন শিক্ষার্থীদের কথা না ভেবেই ফি বাড়িয়েছিলো। এসময় আমরা ২০১৭-১৮ এবং ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেছিলাম। আমাদের প্রতিবাদের মুখে তখনকার ভিসি স্যার আমাদেরকে ফি সমন্বয় করার আশ্বাস দিয়েছিলো। এবং পরবর্তী সেমিস্টার থেকে এর কার্যক্রম শুরু হবে বলে প্রজ্ঞাপনও দেওয়া হয়েছিলো। কিন্তু আমরা এখন সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র তুলতে একাডেমিক অফিসে গেলে আমাদের ফি এখনো বকেয়া আছে বলে জানানো হয়। সম্পূর্ণ ফি জমা না দিলে আটকে রাখছে সার্টিফিকেটও।তারা বলেন, আমাদের এই দুই সেশনের ফি নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে আমরা এর সুরাহা চাই। আমাদের দাবি আমাদেরকে যে ফি ফেরত দেওয়ার বা সমন্বয় করার কথা বলা হয়েছিলো সেসব ফি সমন্বয় হোক।এসময় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মৃদুল হাসান রাব্বি বলেন, গত বছরও ভর্তি ফি ও পরীক্ষা ফি সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছিল কিন্তু বাস্তবায়ন হয়নি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমন্বয় ফি জমা দিয়ে পরীক্ষা দিয়েছিল তবে এখন সার্টিফিকেট তুলতে গিয়ে আটকে রাখতেছে। আজকের প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সমন্বয় করা হয়নি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অবশিষ্ট টাকাগুলো ফেরত দেওয়া এবং অনতিবিলম্বে সমন্বয় করা হোক। আরেকটা সমস্যা হচ্ছে আমরা সার্টিফিকেট তোলার সময় হল ফি ডিউ থাকে, ৪-৫ বছরের হিসাব আমরা রাখব নাকি প্রশাসন রাখবে? রশিদ দেখাতে না পারলে পুনরায় টাকা দিতে হচ্ছে। তাহলে এত বছর পরীক্ষা দিতে দিলো কেন? নিশ্চইয় এখানে একটা কারচুপি আছে, নইলে ১ম বর্ষে না বলে সার্টিফিকেট তোলার সময় আটকায় কেন? সমাধান না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে নামবো।এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি আমি গ্রহণ করেছি।আমরা আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিবো।বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। বিষয়গুলো সম্পর্কে অবগত নই। তবে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় এমন কোনো নিয়ম নেই। শিক্ষার্থীরা দাবি করলে আমরা তা ভেবে দেখবো।

এমএসএম / এমএসএম

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল