ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান সিসিএফ'র


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:২৫

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম (সিসিএফ)। সম্প্রতি নগরের চেরাগি পাহাড়স্থ সংগঠের কার্যালয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের  সমন্বয়ে একাধিক সংগঠনের যৌথ সভায় এই আহবান জানান নেতৃবৃন্দ। সভায় চট্টগ্রামের বিভিন্ন চলমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সরকারি অফিসে সাধারণ মানুষকে হয়রানি, দুর্নীতি-  স্বজনপ্রীতি, নগরীতে আবাসিক এলাকায় গ্যাস সংকট, চট্টগ্রাম পাসপোর্ট অফিস সমূহে দালালদের সাংকেতিক চিহ্ন দিয়ে প্রতি পাসপোর্টের বিপরীতে ১৫ /১৭ শত টাকা আদায়, পাসপোর্টের বয়স ও নাম সংশোধনে ক্ষেত্রে মোটা অংকের টাকা নেওয়াসহ দিন, সপ্তাহ,  মাস ও বছরের হিসেবে কোটি কোটি  টাকা ঘুষ বাণিজ্য বন্ধ এবং চট্টগ্রামের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এমআরপি পাসপোর্ট ইস্যু চালু রাখার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসুচী নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নাগরিক ফোরামের নেতা মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন। এসময় সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মো. আকরাম হোসেন, মোহাম্মদ মুনসুর আলম, মোহাম্মদ মোরশেদ, স. ম. জিয়াউর রহমান, মো আরিফ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সারোয়ার, মো:  আলমগীর, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ বাহার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আব্দুল মান্নান, পংকজ রাহুল,  মোহাম্মদ কামরুল, নজরুল ইসলাম, শারমিন, খুশি নিরব, লাভলি ডিও, মোহাম্মদ আলম, মোহাম্মদ শরাফত, মোহাম্মদ আজম, আশিষ চৌধুরী, লিটু সূত্র ধর, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আলী, বিপ্লব বড়ুয়া, আহমেদ নুর, আজাহার হোসেন, রহিমা আকতার ডলি, বিদ্যুৎ পাল৷ প্রমূখ।

সভায় অন্য এক প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়ন সমূহ তুলে ধরার পাশাপাশি, ৭ মার্চ উপলক্ষে ৬ মার্চে আলোচনা সভা, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন এবং রমজান মাসে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়ে সোচ্চার থাকা, বড় বড়  ইফতার পাটির পরিবর্তে গরীব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য একটি তহবিল গঠন করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন