চট্টগ্রামের কর্ণফুলীতে আবারও আগুন, ২২ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলম সুগার মিলে আগুন লাগার ১০ঘন্টার মাথায় একই এলাকায় আরেকটি অগ্নিকান্ডের ঘটনায় ২২টি বসতবাড়ি ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের সৈন্যার গুষ্ঠির মেডিকেল গলি এলাকায় (৮ নম্বর ওয়ার্ড) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন চাকমা। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি।
তাৎক্ষণিক খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসে দমকল বাহিনীর এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস আসায় আগুন আশেপাশে বেশি বিস্তার করতে পারেনি বলে জানাব স্থানীয়রা।
স্থানীয়রা জানান,প্রতিদিনের মতো সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনি বাড়ি থেকে বের হয়ে দেখি মো. ইসলামের গোয়াল ঘরের ওই পাশ দিয়ে কয়েকটা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এলাকাবাসীরা সবাই জমায়েত হয়ে যে যার মতো আগুন নিভানোর চেষ্টা করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি আগুনের লেলিহান শিখা থেমে থাকেনি মুহুর্তের মধ্যে ২২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, নিজের শরিরে থাকা কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি,বসতবাড়ি পুড়ে গিয়ে নিঃস্ব হয়েছে হয়ে পড়েছে ২২টি পরিবার।
এতে টিন ও বেড়ারর মোট ২২টি ঘর, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার আনুমানিক মূল্যও প্রায় আড়াই লাখ টাকা বলে দাবি করেন গরুর মালিক।
কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি ও ইউপি সদস্য মাহমুদুল হক সুমন বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অনেকটা পুড়ে যায়। যেহেতু সবার বেঁড়া ও টিনের ঘর ছিলো।
প্রসঙ্গত, গতকাল ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের গঠন ঘটে,যে আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিস।এ ঘটনায় গুদামে থাকা ১ লাখ মেট্টিক টন চিনি তৈরির কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫০০কোটি টাকা বলে জানান এস আলম কর্তৃপক্ষ।এ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই ঠিক তার ১০ঘন্টার মাথায় একই এলাকায় আবারও আগুনে জ্বলে ২২টি বসতবাড়ি। কর্ণফুলীতে পর পর এমন দুই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সাধারণ মানুষ অনেকটা শঙ্কিত বলে জানা যায়।
এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

উল্টোপথে ট্রাক ধাক্কা দিল সিএনজিকে প্রাণ গেল দু’জনের

কোনাবাড়ীতে মুদি দোকান ও বাসা পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরে শেষ হবে-পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ডাক্তার মোঃ ইউনুস আলী

৩১ দফা বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: মনোয়ার সরকার

যানজটের কবলে হাতহাজারী কাচারী সড়ক

বড়াইগ্রামে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, তরুণ সাংবাদিকদের নেতৃত্বে নতুন কমিটি

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন
