চট্টগ্রামের কর্ণফুলীতে আবারও আগুন, ২২ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলম সুগার মিলে আগুন লাগার ১০ঘন্টার মাথায় একই এলাকায় আরেকটি অগ্নিকান্ডের ঘটনায় ২২টি বসতবাড়ি ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের সৈন্যার গুষ্ঠির মেডিকেল গলি এলাকায় (৮ নম্বর ওয়ার্ড) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন চাকমা। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি।
তাৎক্ষণিক খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসে দমকল বাহিনীর এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস আসায় আগুন আশেপাশে বেশি বিস্তার করতে পারেনি বলে জানাব স্থানীয়রা।
স্থানীয়রা জানান,প্রতিদিনের মতো সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনি বাড়ি থেকে বের হয়ে দেখি মো. ইসলামের গোয়াল ঘরের ওই পাশ দিয়ে কয়েকটা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এলাকাবাসীরা সবাই জমায়েত হয়ে যে যার মতো আগুন নিভানোর চেষ্টা করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি আগুনের লেলিহান শিখা থেমে থাকেনি মুহুর্তের মধ্যে ২২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, নিজের শরিরে থাকা কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি,বসতবাড়ি পুড়ে গিয়ে নিঃস্ব হয়েছে হয়ে পড়েছে ২২টি পরিবার।
এতে টিন ও বেড়ারর মোট ২২টি ঘর, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার আনুমানিক মূল্যও প্রায় আড়াই লাখ টাকা বলে দাবি করেন গরুর মালিক।
কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি ও ইউপি সদস্য মাহমুদুল হক সুমন বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অনেকটা পুড়ে যায়। যেহেতু সবার বেঁড়া ও টিনের ঘর ছিলো।
প্রসঙ্গত, গতকাল ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের গঠন ঘটে,যে আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিস।এ ঘটনায় গুদামে থাকা ১ লাখ মেট্টিক টন চিনি তৈরির কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫০০কোটি টাকা বলে জানান এস আলম কর্তৃপক্ষ।এ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই ঠিক তার ১০ঘন্টার মাথায় একই এলাকায় আবারও আগুনে জ্বলে ২২টি বসতবাড়ি। কর্ণফুলীতে পর পর এমন দুই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সাধারণ মানুষ অনেকটা শঙ্কিত বলে জানা যায়।
এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান
